প্রেসক্লাবের নবনির্বাচিত নেতৃবৃন্দকে পুলিশ সুপারের ফুলেল শুভেচ্ছা
মশিউর রহমান রাসেল, ঝালকাঠি প্রতিনিধিঃ- ঝালকাঠি প্রেসক্লাবের নবনির্বাচিত নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন জেলা পুলিশ সুপার। সোমবার সন্ধ্যায় প্রেসক্লাব মিলনায়তনে পুলিশ সুপারের পক্ষে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন ও কেক কেটে আপ্যায়ন করেন অতিরিক্ত পুলিশ সুপার শেখ ইমরান। এসময় পুলিশ সুপার কার্যালয়ের বিশেষ শাখা পরিদর্শক মোস্তফা কামাল, গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিদর্শক মনিরুজ্জামান, সদর থানা ওসি মো. শহিদুল ইসলাম উপস্থিত ছিলেন। প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি কাজী খলিলুর রহমান, সহসভাপতি আলআমিন তালুকদার, সাধারণ সম্পাদক এডভোকেট আক্কাস সিকদার, সাবেক সাধারণ সম্পাদক মানিক রায়, যুগ্মসম্পাদক এডভোকেট মাহমুদুর রহমান পারভেজ, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক অলোক সাহা, দপ্তর সম্পাদক বরকত মৃধা, প্রচার সম্পাদক জহিরুল ইসলাম জলিল, নির্বাহী সদস্য বীরমুক্তিযোদ্ধা চিত্তরঞ্জন দত্ত, দিলীপ মন্ডল, রতন আচার্য, রাজু খানসহ প্রেসক্লাবের সদস্য এবং পুলিশ বিভাগের কর্মকর্তা ও সদস্যবৃন্দ। এসময় বক্তারা পুলিশ – সাংবাদিক সম্পর্কের মেলবন্ধন অটুট রাখার আহ্বান জানান।