নৌকা মার্কার সমর্থনে কাঠালিয়া উপজেলায় শাহজাহান ওমরের গণ সংজোগ
মোঃ মাছুম বিল্লাহ, ঝালকাঠি প্রতিনিধিঃ আজ ঝালকাঠি তে ঝালকাঠি ১ আসনে আওয়ামী লীগের প্রার্থী ব্যারিস্টার শাহজাহান ওমর বীরত্তম কাঠালিয়া উপজেলার উ: চড়াইল,আকনের হাট,প:ছিটকী বাজার, মুন্সিরাবাদ বাজার,সেন্টারের হাট,তালগাছিয়া,দোগনা বাজার,কচুয়া, বিনাপানি বাজারে নৌকা মার্কার সমর্থনে গন সংজোগ ও পথসভা করেন।এসময় বিপুল সংখ্যক মানুষ নেতা কর্মীরা তাকে স্বাগত জানায়।বিভিন্ন পথ সভায় শাহজাহান ওমর বলেন, এই নির্বাচন সংসদে ধারাবাহিকতা রক্ষার নির্বাচন। নির্বাচন বান চাল করতে দেশি-বিদেশি ষড়যন্ত্র চলছে। আপনারা কেন্দ্রে যাবেন এবং নৌকা মার্কায় ভোট দেবেন। বাংলাদেশের বিরুদ্ধে কিছু দালাল ষড়যন্ত্র করছে।দালালি এই দেশে চলবেনা।ওরা বাংলাদেশের উন্নয়ন চায়না। তিনি দলের সকল কে ঐক্য বদ্ধ ভাবে কাজ করার আহবান জানান।পথিমধ্য তিনি তাল গাছিয়া মাদ্রাসায় মরহুম পীর সাহেবের কবর জিয়ারত করেন।
এসময় তার সংগে ছিলেন কাঠালিয়া উপজেলার নৌকার প্রধান নির্বাচন স্বমনয়কারী আব্দুল জলিল মিয়াজী ,উপজেলা আওয়ামী লীগের সাবেক আহবায়ক গোলাম কিবরিয়া সিকদার,কাঠালিয়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম বুলবুল ,বি আর ডি বি চেয়্যারম্যান কাওসার আহমেদ জেনিভ সিকদার, সাবেক জেলা পরিষদ সদস্য আমিরুল ইসলাম লিটন, শাখাওয়াত হোসেন অপু সিকদার, বিশিষ্ট সমাজসেবক আতিকুর রহমান রুবেল,উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক মো:মাসুদ খান,কবির হাওলাদার,আওরাবুনিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিঠু সিকদার,৫ নং সৌলজলিয়া ইউনিয়ন চেয়ারম্যান মাহমুদ হোসেন রিপন,আওরাবুনিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান কামরুজ্জামান নকীব লিটন,সৌলজলিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সৈয়দ বশির সহ স্থানীয় নেতৃবৃন্দ।