বামনায় গাঁজা সহ আটক এক
মোঃ শাকিল আহমেদ, বামনা (বরগুনা) প্রতিনিধিঃ বরগুনার বামনা উপজেলার ডৌয়াতলা মদিনা বাজার থেকে বামনা থানা পুলিশের অভিজানে ০১( এক) কেজি গাঁজা সহ এক মাদক কারবারি আটক।
গতকাল সোমবার ২৫/১২/২০২৩ তারিখ বরগুনা জেলার পুলিশ সুপার মোঃ আবদুস ছালাম এর দিক নির্দেশনায় বামনা থানার নবাগত অফিসার ইনচার্জ তুষার কুমার মন্ডল এর নেতৃত্বে এসআই (নিঃ)/দেবাশীষ হাওলাদার সংগীয় অফিসার ও ফোর্সসহ অভিজান পরিচালনা করিয়া, বরগুনার বামনা উপজেলার ডৌয়াতলা ইউনিয়নের মদিনাবাজার থেকে ১ কেজি গাজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার।
গ্রেফতারকৃত হলেন মোঃ রিহাত জোমাদ্দার (১৯), পিতাঃ মোঃ দুলাল জোমাদ্দার, সাং-দক্ষিন ডৌয়াতলা, থানা-বামনা, জেলাঃ বরগুনা।
বিষয়টি নিশ্চিত করেছেন বামনা থানা অফিসার ইনচার্জ তুষার কুমার মন্ডল। গ্রেফতারকৃতের বিরুদ্ধে মাদক আইনের মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।