আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে চান? - বিস্তারিত
ঢাকা আজঃ বৃহস্পতিবার, ২৮শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ১২ই ডিসেম্বর, ২০২৪ ইং, ৯ই জমাদিউস-সানি, ১৪৪৬ হিজরী
সর্বশেষঃ

কাউখালীতে উপজেলা স্কাউটের ত্রি-বার্ষিক কাউন্সিল সভা অনুষ্ঠিত

কাউখালী (পিরোজপুর) সংবাদদাতাঃ পিরোজপুরের কাউখালীতে বাংলাদেশ স্কাউটস কাউখালী উপজেলা শাখার আয়োজনে ত্রিবার্ষিক কাউন্সিল সোমবার (২৫ ডিসেম্বর) সকাল ১১ টায় কাউখালী উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত হয়। কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল হান্নান, পিরোজপুর জেলা স্কাউট কমিটির সম্পাদক মাস্টার মনিরুজ্জামান, বাংলাদেশ স্কাউটের সহকারী পরিচালক মোঃ শফিকুল ইসলাম, সহকারী কমিশনার খালেদা আক্তার হেনা, কাউখালী সরকারি বালক বিদ্যালয়ের সিনিয়র সহকারি শিক্ষক বাবর তালুকদার, কেন্দ্রীয় আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা হোসাইন আহমেদ, কাউখালী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুব্রত রায়, মোল্লারহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক লাভলু মোল্লা প্রমুখ। আলোচনা শেষে উপস্থিত কাউন্সিলরদের মতামতের ভিত্তিতে কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল মোল্লাকে সভাপতি, কাউখালী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুব্রত রায়কে কমিশনার ও কাউখালী সরকারি বালক বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক বাবর তালুকদারকে সম্পাদক করে ২৫ সদস্য কমিটি গঠন করা হয়।

ফেসবুকে লাইক দিন