ঝালকাঠি প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনে কাজী খলিল সভাপতি, আক্কাস সিকদার সম্পাদক
মশিউর রহমান রাসেল,ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠি প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে কাজী খলিলুর রহমান (বাংলাদেশ বেতার ও মাছরাঙা) ২০ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন। কমিটিতে নির্বাচিত অন্যান্যরা হলেন সহ-সভাপতি পদে ১৮ ভোট পেয়ে আল আমিন তালুকদার (এখন টিভি) ও ১৬ ভোট পেয়ে মাসউদুল আলম (বাংলা ভিশন), সহসম্পাদক পদে ১৮ ভোট পেয়ে এডভোকেট আসম মাহমুদুর রহমান পারভেজ (প্রথম আলো), ১৩ ভোট পেয়ে মো. শফিউল ইসলাম সৈকত (ইত্তেফাক) কোষাদ্যক্ষ ও ১৬ ভোট পেয়ে বরকত হোসেন মৃধা (এসএটিভি) দপ্তর সম্পাদক নির্বাচিত হয়েছেন। সোমবার ঝালকাঠি প্রেসক্লাব হলরুমে সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত বিরতিহীন একটানা ভোটগণণা চলে। দুপুর ১২টায় দ্বি-বার্ষিক সাধারণ সভা শেষে বিকেলে ভোট গণনা সম্পন্ন হয়। নির্বাচন পরিচালনা করেন বীর মুক্তিযোদ্ধা এডভোকেট আনোয়ার হোসেন আনু। এর পূর্বে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন সাধারন সম্পাদক পদে এডভোকেট আক্কাস সিকদার, সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক পদে অলোক সাহা, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে জহিরুল ইসলাম জলিল, নির্বাহী সদস্য পদে চিত্তরঞ্জন দত্ত, দিলীপ মন্ডল, রতন আচার্য্য, মো. রাজু খান।