দৌলতখানে নৌকা প্রতীকের পক্ষে স্বেচ্ছাসেবক লীগের গণসংযোগ
এম এ তাহের (দৌলতখান প্রতিনিধি): ভোলার দৌলতখানে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের পক্ষ থেকে নৌকা প্রতিকের পক্ষে ব্যাপক প্রচারনা প্রচারনা ও গণসংযোগ করা হয়েছে। গতকাল রবিবার (২৪ ডিসেম্বর) সন্ধায় ভোলা-২ (দৌলতখান – বোরহানউদ্দিন) আসনের আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী আলী আজম মুকুল’র পক্ষে এ প্রচার-প্রচারনা ও গণসংযোগের আয়োজন করেন দৌলতখান উপজেলা স্বেচ্ছাসেবকলীগ।
এ উপলক্ষে বিকেল থেকে বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার শতশত আওয়ামী স্বেচ্ছাসেবক লীগেরকর্মী সমর্থকরা দৌলতখান বাজারের দক্ষিণ মাথায় জমায়েত হয়। পরে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক ফয়জুল্লাহ ফয়েজ, যুগ্ম আহবায়ক শাহ বাদল লিটন ও যুগ্ম আহবায়ক নাজমুল হাসান রাসেল নেতৃত্বে বাজারের দক্ষিণ মাথা থেকে গণসংযোগ শুরু করে বাজারের উত্তর মাথায় গিয়ে সমাবেশে মিলিত হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভোলা-২ (দৌলতখান-বোরহানউদ্দিন) আসনের নৌকা প্রতীকের প্রার্থী আলী আজম মুকুল এমপি।
এ সময় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, দৌলতখান বোরহানউদ্দিনের মানুষের প্রাণের দাবি ছিল মেঘনা তীরবর্তী এলাকায় টেকসই বেড়িবাধ নির্মাণ ও প্রমত্তা মেঘনার ভাঙ্গন রোধে সিসি ব্লক দ্বারা নদী ভাঙ্গন রোধ করা। তিনি বলেন,মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ আন্তরিক প্রচেষ্টায় দৌলতখানের চরপাতা কাজিবাড়ি থেকে বোরহানউদ্দিন উপজেলার শেষ সীমানা পর্যন্ত মেঘনা তীরবর্তী প্রায় ১৪ কিঃমিঃ টেকসই বেড়িবাঁধ নির্মাণ ও সিসি ব্লক দ্বারা নদী ভাঙ্গন রোধে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। তিনি বলেন, ২০০১ সালের পর দৌলতখান বোরহানউদ্দিনে সন্ত্রাসের রাজত্ব কায়েম হয়েছিল। সেই সন্ত্রাসের জনপদ বর্তমানে শান্তির জানপদে পরিণত হয়েছে। দৌলতখান-বোরহানউদ্দিনের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতঃস্ফূর্তভাবে ভোট কেন্দ্রে গিয়ে নৌকা প্রতীকে ভোট দেওয়ার জন্য ভোটারদের আহ্বান জানান।
এসময় দৌলতখান উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ মনজুর আলম খান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন জাহাঙ্গীর, পৌর মেয়র জাকির হোসেন তালুকদার, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম নবী নবু,সাংগঠনিক সম্পাদক হামিদুর রহমান টিপু,আওয়ামী যুবলীগের আহ্বায়ক জোবায়ের হোসেন জাবু,যুগ্ন আহবায়ক মোঃহাসানসহ আওয়ামীলীগ ও এর অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।