মাশরাফিকে ভালোবেসে নৌকার প্রচারণার দশ হাজার লিফলেট নিলেন চরফ্যাশনের রাজিব।
দুলার হাট প্রতিনিধি (মোঃহাবিব): দ্বাদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে নড়াইল ২ আসনের আওয়ামী লীগের মনোনীত প্রার্থী, মাশরাফির বিন মুর্তাজাকে ভালোবেসে চরফ্যাশন থেকে নড়াইল ২ আসনের উদ্দেশ্যে রওনা করেন এক প্রতিবন্ধী যুবক রাজিব। তিনি ২০ শে ডিসেম্বর রোজ বুধবার নড়াইলে গিয়ে পৌঁছান। ৩১ শে ডিসেম্বর নড়াইলে বিভিন্ন এলাকায় প্রচার-প্রচারণা অংশগ্রহণ করেন,এবং মাশরাফির হয়ে নৌকার পক্ষে ভোট চান। রাজিব ভোলার চরফ্যাশন উপজেলার ওমরপুর গ্রামের একজন বাসিন্দা।
তিনি বলেন মাশরাফি ভাইয়ের খেলা ছোট বেলা থেকে দেখি,এবং ভাইকে পছন্দ করি ও ভালোবাসি, তিনি একজন নিরহংকারী মানুষ।
তিনি আরো বলেন, মাশরাফি ভাই ভালোবেসে থেকে তার নিজস্ব অর্থায়নে দশ হাজার লিফলেট চরফ্যাশন থেকে ছাপিয়ে নিয়ে যান বলে জানায়, মাশরাফি ভাইয়ের বাবা আমাকে আশ্রয় দেয় এবং আমাকে খাবার দিয়েছেন, ও আমাকে থাকার ব্যবস্থা করে দিয়েছেন।
তিনি আরো বলেন, মাশরাফি ভাইয়ের সাথে আমি দেখা করতে পারলে আমার জীবন ধন্য বলে মনে করব,ভাইকে সারাদেশে মানুষ ভালোবাসেন। তাই আমিও ভাইকে ভালোবেসে নৌকার প্রচারণা করছি।