আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে চান? - বিস্তারিত
ঢাকা আজঃ বুধবার, ২৭শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ১১ই ডিসেম্বর, ২০২৪ ইং, ৭ই জমাদিউস-সানি, ১৪৪৬ হিজরী
সর্বশেষঃ

ভোট দিয়ে আন্তর্জাতিক বিশ্বকে বোঝাতে হবে এদেশের মানুষ শান্তিতে বিশ্বাস করে, আমির হোসেন আমু

মশিউর রহমান রাসেল ঝালকাঠি প্রতিনিধিঃ- আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য এবং ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু বলেছেন, যারা আওয়ামী লীগকে ভালোবাসেন,যারা আওয়ামী লীগের সমর্থন করেন তারা ৭০% ভোট প্রয়োগ করে আন্তর্জাতিক বিশ্বকে বোঝাতে হবে এদেশের মানুষ শান্তিতে বিশ্বাস করে, এদেশের মানুষ গনতন্ত্রে বিশ্বাস করে, এদেশের মানুষ ভোটাধিকার প্রয়োগ করতে জানে এবং আমার সেই ভোটাধিকার আগামী ৭জানুয়ারি প্রয়োগের মাধ্যমে ৭০% বেশি ভোটার উপস্থিত হয়ে ভোট দিয়ে আমরা প্রমান করবো এদেশের গনতান্ত্রিক ও সাংবিধানিক ধারা অব্যাহত রেখে দেশ পরিচালিত হবে।
বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) দুপুরে ঝালকাঠির নলছিটি উপজেলার কুলকাঠি ইউনিয়নে সকল কেন্দ্রের নির্বাচন পরিচালনা কমিটির সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আমির হোসেন আমু বলেন,ভোটের অধিকার রক্ষা করার জন্য যুদ্ধ করে আমরা ক্ষমতা আদায় করেছি।যুদ্ধ করে শুধু দেশের ক্ষমতা না আমরা দেশকে স্বাধীন করেছি। সুতরাং ভোটটা বঙ্গবন্ধুর কাছে, আওয়ামী লীগের কাছে, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার কাছে খুব মূল্যবান।সেটা সবাইকে বুঝতে হবে এবং সবাইকে বুঝাতে হবে।
তিনি আরও বলেন, শেখ হাসিনা সরকারের আমলে কেউ না খেয়ে থাকে না। অন্যান্য সময়ে এদেশে অনেকবার দুর্ভিক্ষ হয়েছে। গ্রামের মানুষ সবসময় অবহেলিত ছিল। বর্তমানে গ্রামের প্রতিটা মানুষ শেখ হাসিনা সরকারের সুবিধা ভোগ করে। তাই ভোটের দাবিদার শেখ হাসিনা। তাই নৌকায় ভোট দিয়ে দাবি আদায় করতে হবে।
কুলকাঠি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এইচএম আখতারুজ্জামান বাচ্চুর সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি সরদার শাহ আলম, নলছিটি উপজেলা পরিষদের চেয়ারম্যান সিদ্দিকুর রহমান, নলছিটি উপজেলা আওয়ামী লীগের সভাপতি তছলিম উদ্দিন চৌধুরী বক্তব্য রাখেন।

ফেসবুকে লাইক দিন