কাউখালীতে মহিউদ্দিন মহারাজের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত
কাউখালী (পিরোজপুর) প্রতিনিধিঃ পিরোজপুরের কাউখালী উপজেলার আমরাজুড়ি ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে বৃহস্পতিবার বিকালে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুর ২ আসনের স্বতন্ত্র প্রার্থী মহিউদ্দিন মহারাজের নির্বাচনীয় জনসভা স্থানীয় সোনাকুর জামে মসজিদ সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হয়। ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শাহাজাদা তালুকদারের সভাপতিত্বে জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পিরোজপুর দুই আসনের স্বতন্ত্র প্রার্থী জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মহিউদ্দিন মহারাজ। জনসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কাউখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু সাঈদ মিয়া মনু, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান তালুকদার পল্টন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, আমরাজুরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব জাহাঙ্গীর হোসেন, সাবেক ইউপি সদস্য আবুল বাশার মোল্লা, জাতীয় পার্টির (জেপি) সাবেক সাধারণ সম্পাদক শাহ আলম নসু প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনের দায়িত্ব পালন করেন তরুণ সমাজসেবক রাসেল মুন্সি। সভায় বক্তারা আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুর দুই আসনের স্বতন্ত্র প্রার্থী মহিউদ্দিন মহারাজের ঈগল মার্কা প্রতীকে ভোট দেওয়ার জন্য সর্বস্তরের জনগণের নিকট ভোট প্রার্থনা করেন। সভায় প্রধান অতিথি মহিউদ্দিন মহারাজ তার বক্তব্যে বলেন, ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে উন্নয়নের স্বার্থে আমাকে ভোট দেবেন। তিনি আরো বলেন, আমি নির্বাচিত হলে এলাকার নদী ভাঙ্গনসহ বিভিন্ন রাস্তাঘাট সংস্কার সহ বিভিন্ন উন্নয়নমূলক কাজ করে প্রধানমন্ত্রীর উন্নয়নের ধারাকে অব্যাহত রাখব।