আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে চান? - বিস্তারিত
ঢাকা আজঃ রবিবার, ৩১শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ই সেপ্টেম্বর, ২০২৪ ইং, ১১ই রবিউল-আউয়াল, ১৪৪৬ হিজরী

আমুর নির্দেশে রাজাপুর-কাঠালিয়া আ’লীগ নেতৃবৃন্দ নৌকায় ঐক্যবদ্ধ

মশিউর রহমান রাসেল (ঝালকাঠি প্রতিনিধি): ঝালকাঠি-১ (রাজাপুর-কাঠালিয়া) আসনে বাংলাদেশ আওয়াম লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী ব্যারিস্টার এম শাহজাহান ওমর বীর উত্তমের সাথে রাজাপুর ও কাঠালিয়া উপজেলা আ’লীগ ও তার অঙ্গ সংগঠনের বৈরিতার নিরসন করা হয়েছে। আ’লীগের উপদেষ্টা মন্ডলীর অন্যতম সদস্য, ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র ঝালকাঠি-২ আসনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী আমির হোসেন আমুর উদ্যোগে বুধবার সন্ধ্যায় বরিশাল বগুড়া রোডে তার বাসভবনে দুই উপজেলার দলীয় নেতাকর্মীদের নিয়ে বৈঠক করেন। এসময় ব্যরিস্টার শাহজাহান ওমর বীর উত্তমের সাথে সবার পরিচয় করিয়ে দেন এবং কুশল বিনিময় করেন। বৈঠকে ঝালকাঠি জেলা আ’লীগের সভাপতি সরদার মো. শাহ আলম, জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এডভোকেট খান সাইফুল্লাহ পনির, রাজাপুর উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মনিরউজ্জামান, কাঠালিয়া উপজেলা চেয়ারম্যান উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক এমাদুল হক মনির, রাজাপুর উপজেলা আ’লীগের সভাপতি এড. এএইচএম খায়রুল আলম সরফরাজ, সাধারণ সম্পাদক জিয়া হায়দার খান লিটন, মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা আক্তার লাইজুসহ দুই উপজেলার ইউপি চেয়ারম্যানবৃন্দ, আ’লীগ ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বৈঠকে উপস্থিত রাজাপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জিয়া হায়দার খান লিটন বলেন, আমাদের সকলের নেতা ও অভিভাবক আমির হোসেন আমুর আহবানে সকলে ঐক্যবদ্ধ হয়ে নৌকা মার্কার প্রার্থী ব্যরিস্টার শাহজাহান ওমর বীরউত্তমকে বিজয়ী করার লক্ষ্যে কাজ করার বিষয়ে সবাই সহমত পোষণ করেছি। ইউনিয়ন এবং ওয়ার্ড পর্যায় এ আদেশ পৌছে দেয়া হবে।

ফেসবুকে লাইক দিন