আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে চান? - বিস্তারিত
ঢাকা আজঃ মঙ্গলবার, ৩০শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ই অক্টোবর, ২০২৪ ইং, ১১ই রবিউস-সানি, ১৪৪৬ হিজরী
সর্বশেষঃ

ঝালকাঠি -২ (সদর-নলছিটি) আসন আমুর প্রতিদ্বন্দ্বি স্বতন্ত্র ও শক্ত কোনো প্রতিদ্বন্দ্বী নেই, জয়ের আশাবাদীল

মশিউর রহমান রাসেল (ঝালকাঠি প্রতিনিধি): দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝালকাঠি-২ (ঝালকাঠি সদর-নলছিটি) আসনে আওয়ামী লীগ থেকে নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করছেন দলটির উপদেষ্টা এবং ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু। তার প্রতিতিদ্বন্দ্বী স্বতন্ত্র ও শক্ত কোনো প্রতিদ্বন্দ্বী নেই। এমনকি জাতীয় পার্টি মনোনীত লাঙ্গল প্রতিকের প্রার্থী নাসির উদ্দিন ইমরান ও ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি) মনোনীত আম প্রতিকের প্রার্থী মো. ফারুককে সাধারণ ভোটাররা চিনেন না বলে মনে করছেন ভোটাররা। এ আসনে স্বতন্ত্র বা শক্তকোন প্রার্থী না থাকায় স্বস্তিতে রয়েছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। তারা নৌকার জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী।
সোমবার (১৮ ডিসেম্বর) জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার ফারাহ গুল নিঝুম প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্ধ দেন। এ আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আমির হোসেন আমু এমপি পেয়েছেন নৌকা প্রতীক। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী জাতীয় পার্টি মনোনীত নাসির উদ্দিন ইমরান পেয়েছেন লাঙ্গল প্রতীক ও ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি) মনোনীত মো. ফোরকান পেয়েছেন আম প্রতীক। আমির হোসেন আমু ছাড়া অন্য দুই প্রার্থীই ভোটারদের কাছে অপরিচিত।
ঝালকাঠি শহরের ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা জাকির হোসেন বলেন, নির্বাচনে বিএনপি অংশ না নেয়ায় আমির হোসেন আমুর বিপক্ষে স্বতন্ত্র বা শক্ত কোন প্রার্থী নেই। এ আসনে আর যারা রয়েছেন তারা সবাই নতুন। এমনকি অনেক লোকজন তাদের চেনেনও না। এর ফলে আমির হোসেন আমুর বিজয় অনেকটা সময়ের ব্যাপার।
নলছিটি উপজেলা পৌর এলাকার বাসিন্দা ভোটার আজিজ হোসেন বলেন, আমির হোসেন আমু দুইবারের শিল্প ও বাণিজ্য মন্ত্রী ছিলেন। এছাড়া তিনি একজন বর্ষিয়ান রাজনীতিবিদ। তার সাথে বাকি যে দুজন প্রার্থী রয়েছেন তারা কোন বিষয় না। যে কারণে তার বিজয় অনেকটা নিশ্চিত বলা যায়।
চা দোকানি বেল্লাল হাওলাদার বলেন, এ আসনে আমির হোসেন আমু বাদে বাকি দুই প্রার্থী হয়েছেন, তাদের নাম কখনো শুনিনি বা দেখিনি।
প্রসঙ্গত, ঝালকাঠি -২ আসনে মোট ভোটার ৩ লাখ ৪২ হাজার ১৫৬ জন। এর মধ্যে পুরুষ ১ লাখ ৭৩ হাজার ৯০০ জন ও নারী ভোটার ১ লাখ ৬৮ হাজার ২৫৪ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ২ জন।

ফেসবুকে লাইক দিন