ঝালকাঠিতে দু’জনের মনোনয়নপত্র প্রত্যাহার
মশিউর রহমান রাসেল (ঝালকাঠি প্রতিনিধি): ঝালকাঠি জেলা রিটার্নিং কর্মকর্তার কাছ থেকে প্রার্থীতা প্রত্যাহার করেছেন দু’জনে। ঝালকাঠি-১ (রাজাপুর-কাঠালিয়া) আসনের স্বতন্ত্র প্রার্থী মোহাম্মাদ ইসমাইল ও ঝালকাঠি-২ (সদর-নলছিটি) আসনে জাকের পার্টি মনোনীত প্রার্থী ফারুক আহমেদ তাঁদের প্রার্থীতা প্রত্যাহার করেন। রবিবার প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিনে তাঁরা প্রত্যাহার করেছেন বলে নিশ্চিত করেছেন
সহকারী জেলা রিটার্নিং অফিসার ও জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ আব্দুস সালেক এ তথ্য নিশ্চিত করেছেন।
জানাগেছে, মনোনয়নপত্র বাছাইকালে গত ৩ ডিসেম্বর মনোনয়নপত্র বাতিল হয় স্বতন্ত্র প্রার্থী, সাবেক অতিরিক্ত সচিব ও কৃষি ব্যাংকের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ ইসমাইল মনোনয়নপত্র বৈধ ঘোষণা করতে বাতিলের বিরুদ্ধে নির্বাচন কমিশনে আপীল করেন তিনি। আপীল আবেদনের শুনানীতে তাঁর প্রার্থীতা ফিরে পান। রবিবার জেলা রিটার্নিং কর্মকর্তার কাছ থেকে তার প্রার্থীতা প্রত্যাহার করেন তিনি তার ব্যক্তিগত অনিবার্য কারণ বশত প্রার্থীতা প্রত্যাহার করছেন বলেও আবেদনপত্রে উল্লেখ করেন। অপরদিকে জাকের পার্টির কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী জেলা জাকের পার্টির সভাপতি ফারুক আহম্মেদ ঝালকাঠি-২ (সদর-নলছিটি) আসনের প্রার্থীতা প্রত্যাহার করেছেন।