ব্যাংকেরহাট সমবায় আদর্শ কিন্ডার গার্টেন এর বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ
আবি আবদুল্লাহ: আজ সকাল ৯ ঘটিকায় ভোলা সদর উপজেলাধীন ভেদুরিয়া ইউনিয়ন পরিষদ সংলগ্ন ব্যাংকেরহাট সমবায় আদর্শ কিন্ডার গার্টেন এর ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়েছে। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ১১ নং চর ভেদুরিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জনাব আলহাজ্ব মোঃ তাজুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চর ভেদুরিয়া ইউনিয়ন পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান, তারুণ্যের প্রতীক, যুব সমাজের অহংকার জনাব মোঃ মোস্তফা কামাল, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা সদর উপজেলা সরকারি প্রাথমিক বিদ্যালয় সমিতির সাবেক সভাপতি জনাব আলহাজ্ব মোঃ আবদুর রশিদ মাষ্টার। সভায় আরো উপস্থিত ছিলেন অএ প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ জনাব মোঃ আকরাম আলী, অবঃ সার্জেন্ট মোঃ নাছির উদ্দীন, ১নং ওয়ার্ড মেম্বার জনাব মোঃ বিল্লাল হোসেন প্রমুখ। সভায় বর্তমান চেয়ারম্যান মহোদয় বলেন, ভেদুরিয়া ইউনিয়ন এর জন্য ব্যাংকেরহাট সমবায় আদর্শ কিন্ডার গার্টেন একটি মডেল শিক্ষা প্রতিষ্ঠান। অতীতে যারাই এই প্রতিষ্ঠানে লেখাপড়া করেছে তারাই পরবর্তী শ্রেণীগুলোতে ফলাফল ভালো করেছে। তাই তিনি অএ শিক্ষা প্রতিষ্ঠানের উত্তোরত্তর সাফল্য কামনা করেন। সভাপতি মহোদয়ের সমাপনী বক্তব্য শেষে পুরষ্কার বিতরণ ও ক্রেষ্ট প্রদান করে সভার সমাপ্তি ঘোষণা করেন। ফলাফল প্রকাশ করেন অএ প্রতিষ্ঠান এর পরিচালক জনাব আবি আবদুল্লাহ এবং উপস্থাপনায় ছিলেন হাফেজ মোঃ ছিদ্দিকুর রহমান।