আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে চান? - বিস্তারিত
ঢাকা আজঃ রবিবার, ২২শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ৫ই মে, ২০২৪ ইং, ২৫শে শাওয়াল, ১৪৪৫ হিজরী
সর্বশেষঃ

প্যারেড কমান্ডারদের হাতে সঠিক রং ও মাপের জাতীয় পতাকা তুলে দিলেন মুক্তিযোদ্ধারা

মশিউর রহমান রাসেল (ঝালকাঠি প্রতিনিধি): মহান বিজয় ও জাতীয় দিবস উদযাপনে কুচকাওয়াজ অনুষ্ঠানে প্যারেড কমান্ডারদের হাতে সঠিক রং ও মাপের জাতীয়।পতাকা তুৃলে দেন মুক্তিযোদ্ধারা। শনিবার সকাল ৯টায় ঝালকাঠির শেখ রাসেল মিনি স্টেডিয়ামে দিবসটি উপলক্ষে সমাবেশ ও কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসনের আয়োজনে সরকারী প্রতিরক্ষবাহিনীর সদস্য ও সরকারী বিদ্যালয়সহ শহর ও শহরতলীর বেসরকারী বিদ্যালয় কুচকাওয়াজে অংশ গ্রহণ করেন। অভিবাদন মঞ্জে কুচকাওয়াজে সালাম গ্রহণ করেন জেলা প্রশাসক ফারাহ গুল নিঝুম ও পুলিশ সুপার আফরুজুল হক টুটুল।
শনিবার সকালে সূর্যদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন ও ঝালকাঠির শেখ রাসেল মিনি স্টেডিয়ামে ৩১বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির শুভ সূচনা করা হয়। সকাল সাড়ে ৮টায় আনুষ্ঠানিকভাবে জাতীয় সঙ্গিত পরিবেশনের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন। মুক্তিযোদ্ধা কর্তৃক প্যারেড কমান্ডারদের সঠিক মাপ ও রংয়ের জাতীয় পতাকা হস্তান্তর। কুচকাওয়াজে প্যারেডে অংশগ্রহণকারীদের পরিদর্শন শেষে সালাম গ্রহণ করেন জেলা প্রশাসক ফারাহ গুল নিঝুম ও পুলিশ সুপার মোহাম্মদ আফরুজুল হক টুটুল। সরকারী প্রতিরক্ষা প্রতিষ্ঠান, সরকারী – বেসরকারী বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সালাম প্রদান করে মার্চ পাস্ট করে। পরে মুক্তিযোদ্ধাদের ফুলেল শুভেচ্ছায় সিক্ত করেন জেলা প্রশাসক ফারাহ গুল নিঝুম ও পুলিশ সুপার মোহাম্মদ আফরুজুল হক টুটুলসহ জেলা পর্যায়ের বিভিন্ন সরকারী দপ্তরের উর্ধ্বতন কর্মকর্তাগন।
শিল্পকলা একাডেমী মিলনায়তনে মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারকে সংবর্ধনা প্রদান করে জেলা প্রশাসন।

ফেসবুকে লাইক দিন