আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে চান? - বিস্তারিত
  • সোমবার, ২৬শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, ১০ই নভেম্বর, ২০২৫ ইং, ১৮ই জমাদিউল-আউয়াল, ১৪৪৭ হিজরী
সর্বশেষঃ

স্মার্ট বাংলাদেশ বিনির্মান হোক বিজয় দিবসের শপথ – মনজুর আলম খান।

দৌলতখান প্রতিনিধি (নাজমুল হাসান): দৌলতখানে যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে মহান বিজয় দিবস। ১৯৪৭ সালে পাকিস্তান ভাগের পর পূর্ব বাংলার স্বাধীনতাকামী জনতা তাদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার জন্য দীর্ঘ আন্দোলন সংগ্রামের পর ১৯৭১ সালের ৯ মাসের রক্তক্ষয়ী সংঘর্ষের মধ্য দিয়ে ১৬ ডিসেম্বর বঙ্গবন্ধুর নেতৃত্বে বিজয়ের স্বাদ গ্রহণ করে বাংলার আপামর জনসাধারণ। দিবসটি উপলক্ষে ভোরে শহীদ মুক্তিযোদ্ধাদের কবরস্হানে পুস্পার্ঘ অর্পন। সকল প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শুরু হয়। পরে দৌলতখান সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে কুচকাওয়াজ পরিদর্শন করা হয়। পরিদর্শন শেষে এক সংক্ষিপ্ত বক্তব্যে প্রধান অতিথি দৌলতখান উপজেলা পরিষদের চেয়ারম্যান মনজুর আলম খান বলেন।দীর্ঘ সংগ্রাম, ত্রিশ লক্ষ শহীদের রক্ত আর দু লক্ষ মা বোনের সম্ভমের বিনিময়ে অজর্জিত এ বিজয়।জাতির পিতার নেতৃত্বে আমরা পেয়েছি স্বাধীন স্বার্বভৌম বাংলাদেশ আর তার কন্যা মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আজ দেশ ক্ষুধা দারিদ্র্য মুক্ত। সকল স্বাধীনতা বিরোধী অপশক্তি কে রুখে দিয়ে আগামী তে শেখহাসিনার নেতৃত্বে দুর্নীতিমুক্ত স্মার্ট বাংলাদেশ গড়বো এটাই হোক আজকে আমাদের বিজয় দিবসের শপথ। দৌলতখান উপজেলা নির্বাহী অফিসার পাঠান সাইদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানটি পরিচালিত হয়। উপস্থিত ছিলেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সত্যরন্জন খাসকেল।বিভিন্ন প্রতিষ্ঠানের কুচকাওয়াজ দল ও মুক্তিযোদ্ধা সহ অন্যান্য নেতৃবৃন্দ।

ফেসবুকে লাইক দিন