ঝালকাঠিতে যথাযােগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত
মশিউর রহমান রাসেল (ঝালকাঠি প্রতিনিধি): ঝালকাঠিতে যথাযােগ্য মর্যাদায় পালিত হয়েছে শহীদ বুদ্ধিজীবী দিবস।বৃহস্পতিবার সকালে ঝালকাঠির পৌরসভা খেয়াঘাটে অবস্থিতত বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পন করে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হয়।
প্রথমেই ঝালকাঠির জেলা প্রশাসক ফারাহ গুল নিঝুম এর নেতৃত্বে জেলা প্রশাসন বেদীতে পুস্পস্তবক অর্পন করে শ্রদ্ধা নিবেদন করেন। এরপর ঝালকাঠি জেলা পুলিশ, মুক্তিযােদ্ধা সংসদ, বাংলাদেশ আওয়ামী লীগ, জেলা পরিষদ, বিভিন শিক্ষা প্রতিষ্ঠানসহ সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনগুলাে পর্যায়ক্রমে স্মৃতিসৌধের বেদিতে পুষ্পস্তবক অর্পন করে শ্রদ্ধা নিবেদন করেন।
পরে বুদ্ধিজীবী স্মৃতিসৌধ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় আলাচনা সভা। এত প্রধান অতিথি ছিলেন ঝালকাঠির জেলা প্রশাসক ফারাহ্ গুল নিঝুম। বিশষ অতিথি ছিলেন ঝালকাঠি জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভােকট খান সাইফুল্লাহ পনির, পুলিশ সুপার মােহাম্মদ আফরুজুল হক টুটুল, সিভিল সার্জন ডাঃ এইচএম জহিরুল ইসলাম। এছাড়াও এসময় উপস্থিত ছিলেন জেলার বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।