পণ্যের দাম বেশি রাখায় ২ দোকানিকে ভ্রাম্যমান আদালতের জরিমানা
মশিউর রহমান রাসেল (ঝালকাঠি প্রতিনিধি): ঝালকাঠির নলছিটিতে পণ্যের দাম বেশি রাখায় ও মূল্যতালিকা হালনাগাদ না করায় দুটি দোকানিকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
রোববার (১০ ডিসেম্বর ) সন্ধ্যায় শহরের হাইস্কুল রোড এলাকায় এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার সমাপ্তি রায়।
সহকারী কমিশনার সমাপ্তি রায় জানান, বেশি দাম নেওয়ায় ও মূল্যতালিকা হালনাগাদ না থাকায় দুই দোকানীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মূল্য তালিকা যথাযথভাবে সংরক্ষণ এবং প্রদর্শন করার বিষয়ে ব্যবসায়ীদের নির্দেশনা দেওয়া হয়।