আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে চান? - বিস্তারিত
ঢাকা আজঃ শনিবার, ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৭শে জুলাই, ২০২৪ ইং, ২০শে মুহাররম, ১৪৪৬ হিজরী
সর্বশেষঃ

দুর্নীতি বিরোধী দিবসে দৌলতখানে র‍্যালি সমাবেশ

এম এ মান্নান (দৌলতখান):“উন্নয়ন, শান্তি ও নিরাপত্তার লক্ষ্যে দুর্নীতির বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ভোলার দৌলতখনে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত হয়েছে। শনিবার (৯ ডিসেম্বর) দুর্নীতি দমন কমিশন, উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি এ উপলক্ষে মুক্তিযুদ্ধ ভবণের সামনে মানবন্ধন ও র‍্যালি শেষে আলোচনা সভার আয়োজন করে। উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত সভায়  সভাপতিত্ব করেন দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি শ. ম. ফারুক। দৌলতখান সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক শাখাওয়াত হোসেন সোহাগ এর সঞ্চালনায় বক্তব্য রাখেন সভার প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার পাঠান মো সাইদুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) মুন্নী ইসলাম, অফিসার ইনচার্জ (ওসি) সত্য রঞ্জন খাসকেল, দুদক বরিশালের সহকারী পরিচালক মোঃ আবুল কালাম হাওলাদার। আরও বক্তব্য রাখেন দৌলতখান দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক অশিত রঞ্জন দাস সহ খায়ের হাট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল মান্নান।
বক্তারা বলেন, উন্নয়ন ও সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে দেশ। দেশের এই অগ্রযাত্রাকে অব্যাহত রাখতে দূর্নীতি রোধ করতেই হবে। শুধু আর্থিক অনিয়মই নয়, দায়িত্বে অবহেলাও দুর্নীতি। আমাদের সবাইকে দুর্নীতির বিরদ্ধে সোচ্চার হতে হবে। এসময় উপস্থিত ছিলেন দুদক বরিশালের
সহকারী পরিচালক  জাকির হোসেন, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আনিসুর রহমান, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) শ্যামল কুমার গাইন, দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি বশির আহমেদ, দুদক দৌলখানের সদস্য অবসরপ্রাপ্ত শিক্ষিকা হাসিনা বেগম, সাংবাদিক এম এ আশরাফ, শিক্ষিকা কাজল রেখা, মো সোহাগ, যুব শক্তি কম্পিউটার এর কর্ণধার রিয়াজুল ইসলাম এবং শিক্ষা প্রতিষ্ঠান প্রধান, শিক্ষক, সাংবাদিক, বিভিন্ন প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী সহ সামাজিক গণ্যমান্য ব্যক্তিবর্গ।

ফেসবুকে লাইক দিন