ঝালকাঠি প্রেসক্লাব নির্বাচন ১৩ পদে ১৮ জনের মনোনয়নপত্র দাখিল
মোঃ মাছুম বিল্লাহ, ঝালকাঠি জেলা প্রতিনিধিঃ ঝালকাঠি প্রেসক্লাব নির্বাহী কমিটির দ্বি-বার্ষিক নির্বাচনে ১৩ পদে ১৮ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যায় প্রেসক্লাব মিলনায়তনে নির্বাচন পরিচালকের কাছে মনোনয়নপত্র দাখিল করা হয়।
গত ১ ডিসেম্বর নির্বাচনের তফসিল ঘোষণা করেন নির্বাচন পরিচালক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মো.আনোয়ার হোসেন আনু। তফসিল অনুযায়ী বৃহস্পতিবার সভাপতি পদে কাজী খলিলুর রহমান ও দুলাল সাহা, সাধারণ সম্পাদক পদে আককাস সিকদার (একক প্রার্থী), সহসভাপতি দুটি পদে মানিক রায়, আল-আমিন তালুকদার ও মোঃ মাসউদুল আলম, সহসাধারণ সম্পাদক পদে কে এম সবুজ ও আ স ম মাহমুদদুর রহমান পারভেজ, কোষাধ্যক্ষ পদে মোঃ শফিউল ইসলাম সৈকত ও তরুন সরকার, সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক পদে অলোক সাহা (একক প্রার্থী), দপ্তর সম্পাদক পদে মঈনুল হক লিপু ও বরকত হোসেন মৃধা, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে জহিরুল ইসলাম জলিল (একক প্রার্থী), কার্যনির্বাহী সদস্য চারটি পদে দিলীপ মণ্ডল, চিত্তরঞ্জন দত্ত, রতন আচার্য্য ও মো. রাজু খান মনোনয়নপত্র দাখিল করেন। তফসিল অনুযায়ী আগামী ২৩ ডিসেম্বর সকাল ১০ টা থেকে ১২ টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। ভোট গ্রহণের পর মধ্যহ্ন ভোজ ও দ্বি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবে। সাধারণ সভা শেষে নির্বাচনের ফলাফল ঘোষণা করা হবে।