আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে চান? - বিস্তারিত
ঢাকা আজঃ শনিবার, ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৭শে জুলাই, ২০২৪ ইং, ২০শে মুহাররম, ১৪৪৬ হিজরী
সর্বশেষঃ

ঝালকাঠিতে জয়িতারা শোনালেন তাঁদের জীবনযুদ্ধের গল্প, পেলেন সম্মাননা

মশিউর রহমান রাসেল (ঝালকাঠি প্রতিনিধি): ঝালকাঠিতে জীবনের বাস্তবতার সাথে সংগ্রাম করে জয়ী হওয়ায় পেলেন জয়িতা সম্মাননা। একে একে শোনালেন জীবনের গল্প। কিভাবে জীবনের বিভীষিকাময় বাস্তবতার সাথে যুদ্ধ করে সফল হয়েছেন, কোথায় কোথায় বাধাগ্রস্ত হয়েছেন। কোন বাধা না মেনে কিভাবে তা উত্তোরণ করে যেভাবে সামনে অগ্রসর হয়েছেন উপস্থিতিদের শুনিয়েছেন তার জীবনযুদ্ধের গল্প। “নারীর জন্য বিনিয়োগ, সহিংসতা প্রতিরোধ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ (২৫ নভেম্বর -১০ ডিসেম্বর) ও বেগম রোকেয়া দিবস ২০২৩ইং উদযাপন উপলক্ষে “জয়িতা অন্বেষণে বাংলাদেশ” শীর্ষক কার্যক্রমের আওতায় শ্রেষ্ঠ জয়িতাদের সম্মাননা প্রদান করা হয়েছে।
এ উপলক্ষে ৯ ডিসেম্বর সকাল এগারোটায় নলছিটি উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে এ সম্মাননা প্রদান করা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা মো. সিদ্দিকুর রহমান।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নজরুল ইসলামের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন, নলছিটি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. মুরাদ আলী, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান( মহিলা) মিসেস মোর্শেদা লস্কর, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা খোন্দকার মুজিবুর রহমান, উপজেলা কৃষক লীগের সভাপতি ও কাউন্সিলর ফিরোজ আলম খান, মহিলা বিষয়ক কর্মকর্তা নাইমুন্নাহার, সংরক্ষিত মহিলা কাউন্সিলর দিলরুবা বেগম প্রমুখ।
অনুষ্ঠান শেষে উপজেলার পাঁচ জন জয়িতাকে বিভিন্ন ক্যাটাগরীতে পুরস্কৃত করা হয়। এসময় তারা নিজেদের অভিব্যক্তি ব্যক্ত করেন। তাদের হাতে সম্মান সূচক ক্রেষ্ট ও সনদ তুলে দেন উপস্থিত অতিথিবৃন্দ।
অপরদিকে ঝালকাঠির রাজাপুর উপজেলা পরিষদ সভা কক্ষে রাজাপুর উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে শনিবার সকাল ১০টায় “জয়িতাদের সংবর্ধনা ” প্রদান করা হয়েছে। রাজাপুর উপজেলা নির্বাহী অফিসার ফারহানা ইয়াসমিন এর সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়্যারম্যান আফরোজা আক্তার লাইজু, হিন্দু খ্রীস্টান ঐক্য পরিষদের সাধারন সম্পাদক নিত্যানন্দ সাহা, দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোঃ শাহজাহান মোল্লা, সাংবাদিক মোঃ অহিদ সাইফুল্লাহ, রাজাপুর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা উম্মে আয়শা সিদ্দিকা স্বাগত বক্তব্য রাখেন। রাজাপুর উপজেলা জয়িতা” যারা পুরস্কার পেয়েছেন-
অর্থনৈতিক ভাবে সফল নারী ডলি বেগম, নারী নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্দ্যমে জীবন
খাদিজা বেগম, রত্না গর্ভা জননী হিরন দেবনাথ, শিক্ষা ও চাকুরীক্ষেত্রে সফলতায়নতাছলিমা বেগম, সমাজ উন্নয়নে অসামান্য অবদানের নাজমিন হোসাইন আখি (পাখি)। সভার সভাপতি জয়িতাদের হাতে ক্রেস্ট ও সনদপত্র প্রদান করেন। পুরস্কার গ্রহনের পূর্বে জয়িতাগন তাদের সফলতার গল্প বর্ননা করেন।

ফেসবুকে লাইক দিন