আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে চান? - বিস্তারিত
ঢাকা আজঃ শনিবার, ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৮ই জানুয়ারি, ২০২৫ ইং, ১৬ই রজব, ১৪৪৬ হিজরী
সর্বশেষঃ

বাকেরগঞ্জে স্বতন্ত্র প্রার্থী শামসুল আলম চুন্নুর মনোনয়নপত্র স্থগিত, দুইজনের বাতিল

বাকেরগঞ্জ প্রতিনিধিঃ দ্বাদশ সংসদ নির্বাচনে বরিশাল-৬ (বাকেরগঞ্জ) আসনে স্বতন্ত্র প্রার্থী শামসুল আলম চুন্নু ঋণ খেলাপি থাকায় তার মনোনয়নপত্র স্থগিত করেছে বরিশাল জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা। তবে তিনি বাংলাদেশ ব্যাংকের নিকট কত টাকা ঋণ খেলাপি রয়েছেন তা জানায়নি রিটার্নিং কর্মকর্তা।
রোববার (৩ ডিসেম্বর) বেলা ১২টায় বরিশাল জেলা প্রশাসক কার্যালয়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-৬ (বাকেগঞ্জ) আসনে দাখিলকৃত মনোনয়নপত্র যাচাই-বাছাইকালে তার মনোনয়নপত্র স্থগিত করেন বরিশাল জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা শহিদুল ইসলাম।
এছাড়া যাচাই-বাছাইকালে স্বতন্ত্র প্রার্থীর ক্ষেত্রে এক ভাগ ভোটারের যে সই দেওয়া হয়েছে তাতে গরমিল পাওয়ায় স্বতন্ত্র প্রার্থী মোঃ জাকির খান সাগর ও শাহরিয়ার মিঞা মনোনয়নপত্র বাতিল করেন জেলা রিটার্নিং কর্মকর্তা।
এ বিষয়ে জেলা রিটানিং কর্মকর্তা ও জেলা প্রশাসক শহিদুল ইসলাম বলেন, যাদের মনোনয়ন স্থগিত ও বাতিল করা হয়েছে তারা আগামীকাল সোমবার বিকেল ৪টার মধ্যে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিলে তাদের বিষয় চূড়ায় সিদ্ধান্ত নেয়া হবে।

ফেসবুকে লাইক দিন