বাকেরগঞ্জে স্বতন্ত্র প্রার্থী শামসুল আলম চুন্নুর মনোনয়নপত্র স্থগিত, দুইজনের বাতিল
বাকেরগঞ্জ প্রতিনিধিঃ দ্বাদশ সংসদ নির্বাচনে বরিশাল-৬ (বাকেরগঞ্জ) আসনে স্বতন্ত্র প্রার্থী শামসুল আলম চুন্নু ঋণ খেলাপি থাকায় তার মনোনয়নপত্র স্থগিত করেছে বরিশাল জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা। তবে তিনি বাংলাদেশ ব্যাংকের নিকট কত টাকা ঋণ খেলাপি রয়েছেন তা জানায়নি রিটার্নিং কর্মকর্তা।
রোববার (৩ ডিসেম্বর) বেলা ১২টায় বরিশাল জেলা প্রশাসক কার্যালয়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-৬ (বাকেগঞ্জ) আসনে দাখিলকৃত মনোনয়নপত্র যাচাই-বাছাইকালে তার মনোনয়নপত্র স্থগিত করেন বরিশাল জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা শহিদুল ইসলাম।
এছাড়া যাচাই-বাছাইকালে স্বতন্ত্র প্রার্থীর ক্ষেত্রে এক ভাগ ভোটারের যে সই দেওয়া হয়েছে তাতে গরমিল পাওয়ায় স্বতন্ত্র প্রার্থী মোঃ জাকির খান সাগর ও শাহরিয়ার মিঞা মনোনয়নপত্র বাতিল করেন জেলা রিটার্নিং কর্মকর্তা।
এ বিষয়ে জেলা রিটানিং কর্মকর্তা ও জেলা প্রশাসক শহিদুল ইসলাম বলেন, যাদের মনোনয়ন স্থগিত ও বাতিল করা হয়েছে তারা আগামীকাল সোমবার বিকেল ৪টার মধ্যে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিলে তাদের বিষয় চূড়ায় সিদ্ধান্ত নেয়া হবে।