আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে চান? - বিস্তারিত
ঢাকা আজঃ শনিবার, ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৭শে জুলাই, ২০২৪ ইং, ২০শে মুহাররম, ১৪৪৬ হিজরী
সর্বশেষঃ

কাউখালীতে পরিবার পরিকল্পনা দপ্তরে জনবল সংকট থাকায় কাঙ্খিত সেবা থেকে বঞ্চিত হচ্ছে এলাকাবাসী

রিয়াদ মাহমুদ সিকদার,কাউখালী (পিরোজপুর) সংবাদদাতাঃ পিরোজপুরের কাউখালী উপজেলা পরিবার পরিকল্পনা দপ্তরের বিভিন্ন পদে জনবল সংকট থাকার কারণে স্থানীয় জনগণ তাদের কাঙ্খিত সেবা থেকে বঞ্চিত হচ্ছে। জানা গেছে, অফিস ও মাঠ পর্যায়ের ৫৩ টি পদ থাকলেও বিভিন্ন গুরুত্বপূর্ণ পদসহ ২৩ পদ শূন্য রয়েছে। শূন্য পদ গুলোর মধ্যে রয়েছে পরিবার পরিকল্পনা সহকারী একজন, মেডিকেল অফিসার একজন, পরিবার কল্যাণ সহকারি এফডব্লিউ এ চারটি পদ, এফ ডব্লিউ ভি তিনটি পদ, উপ সহকারী কমিউনিটি মেডিকেল অফিসারের পাঁচটি পদের পাঁচটি শূন্য রয়েছে, তাছাড়া আয়ার তিনটি পদসহ একটি এমএলএস এর পদ খালি রয়েছে। দীর্ঘদিন ধরে পদগুলি খালি থাকার কারণে ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে সেবা দানে বিঘ্ন ঘটছে। গর্ভবতী মায়েরা সেবা সহ ডেলিভারি থেকে অনেক মায়েরা বঞ্চিত হচ্ছে। কাউখালী উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ আরিফুর রহমান খান বলেন, অফিস এবং মাঠ পর্যায়ে ৫৩ টি পদের মধ্যে ২৩টি পদ দীর্ঘদিন ধরে শূন্য রয়েছে। পদগুলি খালি থাকার কারণে রুটিন মাফিক কার্যকর্মে কিছুটা বিঘ্ন ঘটছে। পিরোজপুর জেলার পরিবার কল্পনা অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ শহিদুল ইসলাম জানান, কাউখালীর বিষয়টা তিনি জানেন। নিয়োগ প্রক্রিয়াধীন রয়েছে এবং অচিরেই জনবল সংকটের সমাধান হবে।

ফেসবুকে লাইক দিন