কাউখালীতে শিক্ষার্থীদের মোবাইলে আসক্তি বাড়ছে
কাউখালী (পিরোজপুর) সংবাদদাতা: পিরোজপুরের কাউখালীতে মোবাইল ফোনে আসক্তের সংখ্যা দিন দিন বাড়ছে। উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা স্কুল ও কলেজের ছাত্র-ছাত্রীরা ক্লাস ফাঁকি দিয়ে মোবাইলের পিছনে বেশি সময় দিচ্ছে। একটু সময় পেলেই তারা আড়ালে গিয়ে মোবাইল নিয়ে বিভিন্ন পর্নোগ্রাফি দেখে। বখাটে যুবকরা অধিকাংশ সময় মোবাইল নিয়ে ব্যস্ত থেকে বিভিন্ন ভিডিও, পর্নোগ্রাফি, গেমস, তাস ও জুয়া খেলায় মেতে ওঠে। অনেক সময় বিভিন্ন খেলায় বাজি ধরে খেলে। এদিকে এক শ্রেণীর স্কুল ও কলেজগামী শিক্ষার্থী মোবাইল ফোনে আসক্ত হয় পড়াশোনা ছেড়ে বিপদগামী হয়ে পড়ছে। কাউখালী উপজেলার সংবাদকর্মী মাসুম বিল্লাহ বলেন, মোবাইল পেয়ে ছেলেমেয়েরা পড়াশোনা বাদ দিয়ে এখন সন্তানরা অন্যদিকে ঝুঁকছে। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল হান্নান বলেন, স্কুল, কলেজ মাদ্রাসা সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান চলাকালীন শিক্ষার্থীদের মোবাইল ব্যবহার করা সম্পূর্ণ নিষিদ্ধ। কাউখালী থানার অফিসার ইনচার্জ মোঃ জাকারিয়া বলেন, মোবাইলের মাধ্যমে জুয়া খেলা সহ বিভিন্ন পর্নোগ্রাফি দেখলে এদের বিরুদ্ধে আইনের আওতায় আনা হচ্ছে । উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার সুজন সাহা বলেন, মোবাইলে বেশি আসক্ত হলে যেকোনো ব্যক্তির বিভিন্ন রোগের সৃষ্টি হতে পারে। কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল মোল্লা বলেন, অভিভাবকদের আরও সতর্ক হতে হবে। তাদের ছেলেমেয়েরা কি করে কোথায় যায় তার খোঁজখবর নেওয়া অভিভাবকের দায়িত্ব।