আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে চান? - বিস্তারিত
ঢাকা আজঃ রবিবার, ২৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ, ১৩ই জুলাই, ২০২৫ ইং, ১৭ই মুহাররম, ১৪৪৭ হিজরী
সর্বশেষঃ

নলছিটিতে নিয়ন্ত্রণ হারিয়ে মহেন্দ্র গাছের সাথে ধাক্কায় নিহত- ১, আহত ৭

মশিউর রহমান রাসেল (ঝালকাঠি প্রতিনিধি): ঝালকাঠির নলছিটি উপজেলার প্রতাপ নামক স্থানের বরিশাল-ঝালকাঠি মহাসড়কে বরিশালের রুপাতলী থেকে ছেড়ে আসা একটি মহেন্দ্র নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে গাছে ধাক্কা দিলে একজন নিহত হয়। এসময় বাকি আরো ৭জন যাত্রী গুরুতর আহত হয়েছেন বলে জানা গেছে।
পুলিশ জানিয়েছে, শুক্রবার (১ডিসেম্বর) বিকেলে বরিশালের রুপাতলী থেকে পিরোজপুরগামী একটি মহেন্দ্র অতিরিক্ত গতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে একটি গাছে ধাক্কা দিলে এ দূর্ঘটনা ঘটে এসময় মহেন্দ্রর যাত্রী দীপঙ্কর সমদ্দার(৫৫) নিহত হন। বাকিদের গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে প্রেরণ করে।
নলছিটি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুরাদ আলী জানান,দূর্ঘটনার শিকার মহেন্দ্র উদ্ধার করে স্থানীয় জনপ্রতিনিধির হেফাজতে রাখা হয়েছে। নিহত দিপঙ্কর সমদ্দারের বিস্তারিত পরিচয় এখনো পাওয়া যায়নি। এ ব্যাপারে আইনি ব্যবস্থা প্রক্রিয়ধীন আছে। তিনি আরও বলেন, খুব সম্ভবত তারা একটি ধর্মীয় অনুষ্ঠানে যাওয়ার জন্য রওনা দিয়েছিলেন।

ফেসবুকে লাইক দিন