ভোলা-৩ আসনে ৪র্থ বার নৌকার মনোনয়ন জমা দিলেন-এমপি শাওন
মোঃ ছাইফুল ইসলাম-(জিহাদ), লালমোহন ভোলা:
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোলা-৩ আসনের মনোনয়নপত্র জমা দিলেন টানা চতুর্থ বারের নৌকার মনোনয়ন পাওয়া ভোলা-৩ লালমোহন ও তজুমদ্দিনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী-(শাওন)। বৃহস্পতিবার (৩০ নভেম্বর) সকাল ১১ টায় দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে লালমোহন উপজেলা নির্বাহী অফিসার অনামিকা নজরুল এর কার্যালয়ে এই মনোনয়ন পত্র জমা দেওয়া হয়।
এ সময় সাংবাদিকদের সঙ্গে আলাপ কালে এমপি শাওন বলেন, শেখ হাসিনা সরকার ক্ষমতায় আসলেই দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হয়, এটা দেশের জনগণ বুঝে গেছে। আর বিএনপি জামায়াতের দ্বারা বাংলাদেশের কোন উন্নয়ন হবে না তারা এটাও জেনে গেছে। এখন বিএনপি জামায়াত আন্দোলনের নামে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, আবারও শেখ হাসিনা কে হত্যার পরিকল্পনা করছে। তাই জনগণ কে সাথে নিয়ে আমরা আমাগী দ্বাদশ সংসদ নির্বাচনে বিপুল ভোটে জয় হয়ে এই আসন টি ৪র্থ বারের মত জননেত্রী শেখ হাসিনাকে উপহার দিবো। তাই আমি আশা করি সরকারের উন্নয়ন এবং সাফল্য’র কারেণে দেশের সকল জনগণ ঐক্যবদ্ধ হয়ে আগামী ৭ জানুয়ারী নৌকা মার্কায় ভোট দেওয়ার জন্য ভোট কেন্দ্রে চলে আসবে।
এ সময় আরও উপস্থিত ছিলেন, লালমোহন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ গিয়াসউদ্দিন আহমেদ, লালমোহন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার, ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমন, মহিলা ভাইস চেয়ারম্যান মাসুমা খানম, তজুমদ্দিন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফজলুল হক দেওয়ান, লালমোহন পৌরসভা আওয়ামী লীগের আহবায়ক শফিকুল ইসলাম বাদল, যুগ্ম আহ্বায়ক মনজু তালুকদার সহ স্থানীয় সকল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও পৌরসভা কাউন্সিলরবৃন্দ উপস্থিত ছিলেন।