ভোলা-৪ আসনে আওয়ামীলীগের মনোনয়নপত্র জমা দিলেন এমপি জ্যাকব
গোলাম ফারুক (বিশেষ প্রতিনিধি): দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চরফ্যাসন ও মনপুরা উপজেলা নিয়ে গঠিত ভোলা-০৪ আসনে নৌকা প্রতীক প্রার্থী বর্তমান সংসদ সদস্য যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্ব আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপি মনোনয়নপত্র জমা দিয়েছেন।
বৃহস্পতিবার (৩০ নভেম্বর) চরফ্যাসন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এবং সহকারী রিটার্নিং কর্মকর্তা নওরীন হক এর কাছে মনোনয়নপত্র জমা দেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন, চরফ্যাসন উপজেলা চেয়ারম্যান জয়নাল আবেদীন আখন, উপজেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক নুরুল ইসলাম ভিপি, পৌর মেয়র মোঃ মোরশেদ, চর কুকরি মুকরি ইউপি চেয়ারম্যান ও চরফ্যাসন প্রেসক্লাব সভাপতি আবুল হাসেম মহাজন ও পৌর আওয়ামীলীগ সাধারন সম্পাদক এবং চরফ্যাসন প্রেসক্লাব সাধারন সম্পাদক মনির আহমেদ শুভ্র।
আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপি ২০০৮ সাল থেকে টানা তিনবার জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে এমপি নির্বাচিত হয়েছেন। ২০১৪ সালের নির্বাচনে সংসদ সদস্য হয়ে তিনি উপমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। পরবর্তীতে ২০১৮ সালের নির্বাচনে সংসদ সদস্য হয়ে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি’র দায়িত্ব পালন করছেন।