ফেনী ২ আসনের জাতীয় পাটির এমপি প্রার্থী মনোনয়ন প্রত্র জমা দিয়ে নির্বাচনী ফরম সংগ্রহ করেন
হাসনাত তুহিন, ফেনী প্রতিনিধিঃ- আসন্ন দাদশ সংসদ নির্বাচনে জাতীয় পাটির একক নির্বাচন করছেন তিনশত আসনে। দলের মহাসচিব মজিবুল হক চুন্নু কেন্দ্রীয় ভাবে ফেনী ১/২/৩ আসনে দলিয় নমিনেশন প্রদান করেন। ফেনী ০১ আসনে সারিয়ার ইকবাল, ০২ আসনে ইন্জিনিয়ার খন্দকার নজরুল ইসলাম, ফেনী ০৩ আসনের সংসদ সদস্য লেঃ জেনারেল অবঃ মাসুদ উদ্দিন চৌধুরী কে।
২৯ নভেম্বর বুধবার বিকাল ০৪ ঘটিকার সময় ফেনী ০২ আসনে জাতীয় পাটি থেকে নমিনেশন প্রাপ্ত ইন্জিনিয়ার খন্দকার নজরুল ইসলাম। তিনি নেতাকর্মীদের সাথে নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের জেলা রিটার্নিং অফিসার এর কাছে দলিও নমিনেশন জমা দিয়ে, জেলা প্রশাসক থেকে নির্বাচনী ফরম সংগ্রহ করেন। এসময় জাতীয় পাটির জেলা উপজেলার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।