আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে চান? - বিস্তারিত
ঢাকা আজঃ রবিবার, ২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ, ৮ই সেপ্টেম্বর, ২০২৪ ইং, ৩রা রবিউল-আউয়াল, ১৪৪৬ হিজরী
সর্বশেষঃ

২৭ নভেম্বর : শহীদ ডা. মিলন দিবস

বিপ্লব মন্ডলঃ আজ ২৭ নভেম্বর, শহীদ ডা. মিলন দিবস। ১৯৯০ সালের আজকের দিনে স্বৈরবিরোধী আনন্দোলনের সময়, তৎকালীন সরকারের সমর্থিত সন্ত্রাসীদের গুলিতে ডা. শামসুল আলম খান মিলন নিহত হন। এই শোকাবহ ঘটনার স্মরণে ১৯৯১ সাল থেকে প্রতিবছর ডা. মিলন দিবস উদযাপিত হয়ে আসছে। ডা. মিলনের শহীদ হওয়ার মধ্য দিয়ে তখনকার স্বৈরাচারী বিরোধী আনন্দোলনে নতুন গতি সঞ্চারিত হয়। এর অল্প কয়েক সপ্তাহের মধ্যে স্বৈরাচারী এরশাদ সরকারের পতন ঘটে।
শহীদ ডা. মিলন ১৯৫৭ সালের ২১ আগস্ট ঢাকার হলিফ্যামিলি হাসপাতালে জন্ম গ্রহন করেন। ১৯৭৩ সালে সরকারি বিজ্ঞান কলেজ থেকে এসএসসি পাস করেন। ১৯৭৫ সালে নটরডেম কলেজ থেকে এইচএসসি পাস করেন। এরপর ঢাকা মেডিক্যাল কলেজে ৩৪ ব্যাচে ভর্তি হন। ১৯৮৩ সালে এমবিবিএস পাস করেন এবং ডাক্তারী পেশায় যোগ দেন। মৃত্যুকালে পেশায় চিকিৎসক ডা.মিলন ঢাকা মেডিক্যাল কলেজের শিক্ষক হিসাবে নিয়োজিত ছিলেন। এছাড়া তিনি ছিলেন বাংলাদেশ মেডিক্যাল এসোসিয়েশনের তৎকালীন যুগ্ম মহাসচিব।
ঘটনার দিন দেশব্যাপী রাজপথ-রেলপথ অবরোধ আনন্দোলন চলছিল। ২৭ নভেম্বর ১৯৯০ তারিখে বাংলাদেশ মেডিক্যাল এসোসিয়েশনের একটি সভায় যোগদিতে রিকশায় করে পিজি হাসপাতালের দিকে যাচ্ছিলেন ডা.মিলন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকা অতিক্রম কালে সন্ত্রাসীরা তার ওপর গুলি চালায়। তাৎক্ষণিক ভাবে তার মৃত্যু হয়। তাকে ঢাকা মেডিক্যাল কলেজে চত্বরে দাফন করা হয়।
১৯৯১ সাল থেকে প্রতিবছর রাজনৈতিক ও চিকিৎসক সংগঠন সমূহ বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে ডা.মিলন দিবস পালন করে। কর্মসূচির মধ্যে থাকে শোকের প্রতীক কালো ব্যাজ ধারন, ডা.মিলনের কবরে পুষ্পমাল্য অর্পণ, আলোচনা সভা ইত্যাদি।

ফেসবুকে লাইক দিন