আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে চান? - বিস্তারিত
ঢাকা আজঃ মঙ্গলবার, ৩০শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ই অক্টোবর, ২০২৪ ইং, ১১ই রবিউস-সানি, ১৪৪৬ হিজরী
সর্বশেষঃ

ভোলায় আওয়ামীলীগের মনোনয়ন পেলেন যারা

ভোলার খবর নিউজ ডেস্ক: ভোলা জেলা সংসদীয় চারটি আসন নিয়ে গঠিত। এ জেলায় আওয়ামীলীগের মনোনয়ন পেয়েছেন ভোলা-০১ সদর আসনে আওয়ামীলীগের বর্ষিয়ান নেতা উনসত্তরের গণ অভ্যুত্থানের মহানায়ক বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর সাবেক সফল শিল্প ও বাণিজ্য মন্ত্রী এ আসনে ১৯৯১, ১৯৯৬, ২০১৪ ও ২০১৮ চারবারের নির্বাচিত এমপি তোফায়েল আহমেদ। ভোলা-০২ (বোরহানউদ্দিন ও দৌলতখান) ২০১৪ ও ২০১৮ সালের দুইবারের নির্বাচিত এমপি আলী আজম মুকুল, ভোলা-৩ (লালমোহন ও তজুমদ্দিন) তিনবারের নির্বাচিত এমপি নুরন্নবী চৌধুরী শাওন, ভোলা-৪ (চরফ্যাশন ও মনপুরা) সাবেক উপমন্ত্রী তিনবারের নির্বাচিত এমপি আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব।
রবিবার বিকেলে আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের দলীয় মনোনয়ন চুড়ান্ত প্রার্থীদের তালিকা ঘোষণা করেন। খবরটি ভোলা জেলায় ছড়িয়ে পড়লে সন্ধ্যায় এলাকায় নিজ নিজ প্রার্থীদের সমর্থনে পৃথকভাবে আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা শান্তিপূর্ণভাবে আনন্দ উল্লাস করেন।
একইসাথে আওয়ামীলীগের জেলা কার্যালয়ে ভোলা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি দোস্ত মাহামুদ, এ্যাডভোকেট সৈয়দ আশরাফ হোসেন লাভু, এ্যাডভোকেট জুলফিকার আহমেদ, ভোলা জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউনুছ, জেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক মুক্তিযোদ্ধা মোঃ শফিকুল ইসলাম, ত্রান ও পূর্নবাসন বিষয়ক সম্পাদক মোঃ শফিকুল ইসলাম, জেলা আ’লীগের নির্বাহী সদস্য ও সদর উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ আজিজুল ইসলাম, সদর উপজেলা আ’লীগের যুগ্ম সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম, জেলা আ’লীগের দপ্তর সম্পাদক মোঃ শামসুদ্দিন, আ’লীগ নেতা কাউন্সিলর শাহে আলম, জেলা মহিলা লীগের সম্পাদিকা অধ্যক্ষ শাফিয়া খাতুন, জেলা ছাত্রলীগের সাবেক সম্পাদক আকতার হোসেনসহ আওয়ামী লীগের সর্বস্তরের নেতাকর্মীরা উপস্থিতিতে মিষ্টি বিতরন করা হয়। এসময় নেতাকর্মীরা বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা ও শুভেচ্ছা জানান।

ফেসবুকে লাইক দিন