আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে চান? - বিস্তারিত
ঢাকা আজঃ বুধবার, ২৭শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ১১ই ডিসেম্বর, ২০২৪ ইং, ৭ই জমাদিউস-সানি, ১৪৪৬ হিজরী
সর্বশেষঃ

ঝালকাঠি ১ হারুন ও ঝালকাঠি ২ আমু

মশিউর রহমান রাসেল (ঝালকাঠি প্রতিনিধি): ঝালকাঠি জেলা দুটি আসন নিয়ে গঠিত। এ জেলায় আওয়ামীলীগের মনোনয়ন পেয়েছেন ঝালকাঠি-০১ (রাজাপুর-কাঠালিয়া) আসনে জেলা আওয়ামীলীগের সহসভাপতি এবং ওই আসনে তিনবারের নির্বাচিত এমপি বজলুল হক হারুন। ঝালকাঠি-০২ (সদর-নলছিটি) আসনে আওয়ামীলীগ উপদেষ্টা মন্ডলীর সদস্য, সাবেক শিল্প ও খাদ্যমন্ত্রী, শিল্পমন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবং এ আসনে ৩ বারের টানা নির্বাচিত এমপি আমির হোসেন আমু।
রবিবার বিকেলে আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের দলীয় মনোনয়ন চুড়ান্ত প্রার্থীদের তালিকা ঘোষণা করেন। খবরটি ঝালকাঠি জেলা শহরে ছড়িয়ে পড়লে সন্ধ্যা ৬ টায় প্রতিটি ওয়ার্ড থেকে পৃথকভাবে আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা আনন্দ মিছিল বের করে। মিছিলের শহরে পরিণত হয় ঝালকাঠি। নেতাকর্মীরা বাধভাঙা উল্লাসে মেতে ওঠে।

ফেসবুকে লাইক দিন