ভোলার লালমোহনে বাস চাপায় শিশুসহ নিহত ২
লালমোহন প্রতিনিধিঃ ভোলার লালমোহনে যাত্রীবাহী বাসচাপায় এক শিশুসহ দুইজন নিহত হয়। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৩ জন। রোববার (২৬ নভেম্বর) সকাল ১১ টার দিকে ভোলা-চরফ্যাশনের আঞ্চলিক মহাসড়কের লালমোহন উপজেলার লাঙ্গলখালী এ ঘটনা ঘটে।
ভোলা পুলিশ কন্ট্রোল রুম ও লালমোহন থানার পুলিশ পরিদর্শক এনায়েত হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। নিহত শিশু মো: হাসান (৬) লালমোহন পৌরসভা ৫ নম্বর ওয়ার্ডের মো: ভুট্টো মিয়ার ছেলে এবং মো: জব্বার হোসেন একই উপজেলার পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। নিহত দু’জনই পথচারী ছিলেন।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ডাইরেক্ট সিটিং সার্ভিস নামে একটি যাত্রীবাহী বাস যাত্রী নিয়ে চরফ্যাশন থেকে ভোলায় আসছিল। বাসটির নম্বর হলো (ঢাকা মেট্রো জ-১৪-২০০৮)। বাসটি লালমোহনের লাঙ্গলখালী নামক জায়গায় পৌঁছে নিয়ন্ত্রণ হারিয়ে নিহত পথচারীদের চাপা দিলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। এছাড়াও এ ঘটনায় আরও ৩ জন গুরুতর আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। তাদের মধ্যে নান্নু নামে একজনের অবস্থা আশঙ্কাজনক। আহতদেরকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার পর গাড়িটি রেখে গাড়িটির চালক পালিয়ে যায়।
লালমোহন থানার পুলিশ পরিদর্শক এনায়েত হোসেন এ তথ্য নিশ্চিত করে জানান, ঘটনাটি কিভাবে ঘটেছে এবং আহতদের বিস্তারিত পরিচয় পরে নিশ্চিত করে বলা হবে। পুলিশ ঘটনাস্থলে কাজ করছে।