তালতলীতে ১ কেজি গাঁজাসহ নারী মাদক কারবারি আটক
তালতলী (বরগুনা) প্রতিনিধিঃ শুক্রবার দিবাগত গভীর রাতে ১ কেজি গাঁজাসহ সাবিনা আক্তার (২১) নামের এক নারী মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। আটককৃত সাবিনা উপজেলার নামিশেপাড়া এলাকার ইব্রাহিম হাওলাদারের স্ত্রী।
জানা গেছে, পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার নামিশেপাড়া এলাকার ইব্রাহিম হাওলাদারের বাড়ীতে অভিযান চালিয়ে ১ কেজি গাঁজা উদ্ধার করে। এ সময় বাড়ীতে থাকা ইব্রাহিম হাওলাদারের স্ত্রী সাবিনা আক্তারকে আটক করে নিয়ে আসে। তালতলী থানার অফিসার ইনচার্জ মোঃ শহিদুল ইসলাম খান বলেন, গাঁজাসহ সাবিনা আক্তার নামের এক নারী মাদক কারবারীকে গ্রেফতার করা হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে তার বিরুদ্ধে মামলা রুজু করে জেলহাজতে প্রেরন করা হয়েছে।