আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে চান? - বিস্তারিত
ঢাকা আজঃ শনিবার, ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৭শে জুলাই, ২০২৪ ইং, ২০শে মুহাররম, ১৪৪৬ হিজরী
সর্বশেষঃ

তজুমদ্দিন দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি রফিক সাদী, সম্পাদক আঃ জলিল

তজুমদ্দিন (ভোলা) প্রতিনিধি: বাংলাদেশ দুর্নীতি দমন কমিশন আগামী ৩ বছরের জন্য ভোলা জেলার তজুমদ্দিন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি অনুমোদন দিয়েছেন। এতে সাংবাদিক মোঃ রফিকুল ইসলাম সাদীকে সভাপতি ও গাজী আঃ জলিলকে সাধারণ সম্পাদক করে ৯ সদস্য বিশিষ্ট উপজেলা কমিটি পুনর্গঠন করেন।
দুর্নীতি দমন কমিশন পরিচালক এইচ এম আক্তারুজ্জামান স্বাক্ষরিত চিঠিতে আরো জানানো হয়, অনুমোদিত এই কমিটি ১ নভেম্বর ২০২৩ তারিখ হতে আগামী ৩ বছরের মেয়াদকালে, দুর্নীতি দমন কশিমন কর্তৃক জারীকৃত গঠনতন্ত্র ও কার্য নির্দেশিকা, মে ২০১০ (মে, ২০১৬ পর্যন্ত সংশোধিত) অনুযায়ী কার্যক্রম পরিচালনা করবেন। দুর্নীতি প্রতিরোধের উদ্দেশ্যে সততা ও নিষ্ঠাবোধ সৃষ্টি করা এবং দুর্নীতির বিরুদ্ধে গণসচেতনতা সৃষ্টির লক্ষ্যে, দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪ এর ১৭ (ছ) ধারা অনুযায়ী ৯ সদস্য বিশিষ্ট এই কমিটি কাজ করবে।
কমিটির অন্যরা হলেন সহ-সভাপতি অবসর প্রাপ্ত সৈনিক মোঃ খোরশেদ আলম, মুক্তিযোদ্ধা শাহাবুদ্দিন, সদস্যরা হলেন, সাংবাদিক মোঃ ফারুক, অবসর সেনা সদস্য নজরুল ইসলাম, সাংবাদিক মোঃ জিহাদ, নারী সদস্য মাকসুদা বেগম, মুক্তা চক্রবর্তী।

ফেসবুকে লাইক দিন