আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে চান? - বিস্তারিত
ঢাকা আজঃ শুক্রবার, ২৭শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ, ১১ই জুলাই, ২০২৫ ইং, ১৫ই মুহাররম, ১৪৪৭ হিজরী
সর্বশেষঃ

কাউখালীতে নবান্ন উৎসব উদযাপিত

কাউখালী (পিরোজপুর) প্রতিনিধিঃ পিরোজপুরের কাউখালীতে বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে নবান্ন উৎসব উদযাপিত হয়েছে। বুধবার রাতে (২২ নভেম্বর) কাউখালী মতুয়া আশ্রমের উদ্যোগে বিভিন্ন অনুষ্ঠানমালার মধ্য দিয়ে নবান্ন উৎসব পালন করেন। অনুষ্ঠানের মধ্যে ছিল সন্ধ্যা আরতি, হরিনাম কীর্তন, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও প্রসাদ বিতরণ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কাউখালী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান তালুকদার পল্টন ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মৃদুল আহমেদ সুমন, কাউখালী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সুনীল কুন্ডু, পূজা উদযাপন পরিষদের সভাপতি অধ্যক্ষ অলক কর্মকার। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, কাউখালী সদর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আকবর হোসেন দুলাল,জাতীয় পার্টির জেপির ভারপ্রাপ্ত সভাপতি নুরুল আমিন, আওয়ামী লীগ নেতা সোহাগ তালুকদার, মতুয়া আশ্রমের সাধারণ সম্পাদক সুশীল কুমার হাওলাদার, নবান্ন উৎসব অনুষ্ঠান উদযাপন কমিটির আহবায়ক শ্যামাপ্রসাদ মিস্ত্রি, কাউখালী প্রেসক্লাবের সভাপতি রিয়াদ মাহমুদ সিকদার, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক নুরুল হুদা বাবু সহ আশ্রমের অন্যান্য নেতৃবৃন্দ। নবান্ন অনুষ্ঠানে হাজার হাজার নরম নারী অংশগ্রহণ করেন। উল্লেখ্য প্রতি বছর অগ্রহায়ণ মাসের পহেলা বুধবার কাউখালী মতুয়া আশ্রম এই অনুষ্ঠানের আয়োজন করেন।

ফেসবুকে লাইক দিন