দুমকিতে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উদ্যোগে এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত
দুমকী (পটুয়াখালী) প্রতিনিধিঃ “নিরাপদ মাতৃত্ব, পরিকল্পিত পরিবার, স্মার্ট বাংলাদেশ হোক আমাদের অঙ্গীকার” এ প্রতিপাদ্যে দুমকি উপজেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উদ্যোগে পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ উপলক্ষে এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে।
২৩ নভেম্বর (বৃহস্পতিবার) দুপুর ১০টায় উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আল ইমরান, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ শফিকুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ড. হারুন অর রশীদ হাওলাদার, বিশেষ অতিথি ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান এ্যাড মাসুদ আল মামুন, মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা ইয়াসমিন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ অলিউল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ ফারুক হোসেন, উপজেলা পরিবার পরিকল্পনা মেডিকেল অফিসার ডা.প্রিন্স কুমার রায়, দুমকি প্রেসক্লাবের সভাপতি সৈয়দ ফজলুল হক প্রমুখ।
এসময় উপজেলার সকল স্বাস্থ্য কর্মকর্তা, কর্মচারী, বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকগন উপস্থিত ছিলেন।