আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে চান? - বিস্তারিত
ঢাকা আজঃ রবিবার, ৩১শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ই সেপ্টেম্বর, ২০২৪ ইং, ১১ই রবিউল-আউয়াল, ১৪৪৬ হিজরী

শিক্ষক লাঞ্ছনার ন্যায় বিচার নিশ্চিত করে দৃষ্টান্ত স্থাপন করলেন কাউখালীর ইউএন‌ও

কাউখালী (পিরোজপুর): পিরোজপুরের কাউখালী উপজেলার বেতকা গোয়ালতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ আবু হানিফকে শারিরীকভাবে লাঞ্ছিত করার ঘটনায় ন্যায় বিচার নিশ্চিত করে দৃষ্টান্ত স্থাপন করলেন কাউখালী উপজেলা নির্বাহী অফিসার স্বজল মোল্লা ।
সোমবার ২০ (নভেম্বর) দুপুরে উপজেলা নির্বাহী অফিসার স্বয়ং বিদ্যালয়ে গিয়ে কঠোর ভাষায় অপরাধীদের ভর্ৎসনা করেন এবং প্রকাশ্যে অপরাধীদেরকে দিয়ে ভুক্তভোগী শিক্ষকের ক্ষমা চাওয়ান এসময় উপস্থিত ছিলেন কাউখালী উপজেলা চেয়ারম্যান মোঃ আবু সাঈদ মিঞা, কাউখালী থানার অফিসার ইন চার্জ মোঃ জাকারিয়া , উপজেলা শিক্ষা অফিসার মনিবুর রহমান ও শিক্ষক সমিতির নেতৃবৃন্দ। উল্লেখ্য গত বৃহস্পতিবার তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ওই বিদ্যালয়ের এক ছাত্রীর আত্মীয়-স্বজন দ্বারা শিক্ষক মোঃ আবু হানিফ লাঞ্ছিত হন।

ফেসবুকে লাইক দিন