ঘূর্ণীঝড় মিধিলি’র প্রভাব মনপুরায় দুই ট্রলার ডুবি, ২ ঘন্টা পর নিখোঁজ তিন জেলে উদ্ধার!!
মনপুরা (ভোলা) প্রতিনিধি: ভোলার মনপুরায় ঘূর্ণীঝড় মিধিলির প্রভাবে দুই ট্রলার ডুবির ঘটনা ঘটে। এতে দুই জেলে নিখোঁজ হন। পরে উপজেলা নির্বাহী অফিসারের প্রচেষ্ঠায় স্থানীয়রা ২ ঘন্টা পর ভাসমান অবস্থায় মেঘনা থেকে নিখোঁজ তিন জেলেকে উদ্ধার করে। উদ্ধারকৃত জেলেদের মধ্যে দুই জেলের অবস্থা খারাপ হওয়ায় মনপুরা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়।
শুক্রবার রাতে উপজেলার হাজিরহাট ইউনিয়নের দাসের হাটের পশ্চিম পাশের মেঘনা নদীতে এই ঘটনা ঘটে। নিখোঁজ থেকে উদ্ধার হওয়া তিন জেলে হলেন, সিরাজ, রাজিব ও লতিফ মাঝি। এদের সবার বাড়ি হাজিরহাট ইউনিয়নের বিভিন্ন গ্রামে।
উদ্ধার হওয়া জেলেরা জানান, শুক্রবার রাতে দাসের হাট আলমপুর রাস্তার মাথায় ঘাটে বাঁধা কবির মাঝির মাছ ধরার ট্রলার নোঙ্গর করা ছিল। রাতে ঘূর্ণীঝড়ের প্রভাবে মেঘনা উত্তাল হলে নোঙ্গর ছিড়ে ট্রলারটি মেঘনা ভেসে যেতে দেখে। তখন সিরাজ মাঝি, রাজিব মাঝি ও লতিফ মাঝি আরেকটি মাছের ট্রলার নিয়ে ভেসে যাওয়া ট্রলারটি উদ্ধারে গেলে প্রবল স্রোতের তোড়ে যে ট্রলারে নিয়ে যায় সেই ট্রলারটি ডুবে যায়। পরে ট্রলার উদ্ধার করতে যাওয়া তিন মাঝি নিখোঁজ হন। পরে মেঘনায় তিন জনকে ভাসতে দেখে স্থানীয়রা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জহিরুল ইসলামকে অবহিত করেন। ইউএনও স্থানীয় ৬ জেলেকে আরেকটি ট্রলারে পাঠিয়ে ভাসমান অবস্থায় তিন জেলেকে উদ্ধার করে। এদের মধ্যে দুইজনের অবস্থার খারাপ হওয়ায় মনপুরা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা সেবা দেওয়া হয়। এই ব্যাপারে মনপুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বপ্রাপ্ত মেডিকেল অফিসার (আরএমও) ডাঃ অনিক জানান, উদ্ধার হওয়া দুইজেলেকে হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে।