গৌরনদীতে বিপুল পরিমাণ জাটকা জব্দ
গৌরনদী প্রতিনিধিঃ বরিশাল-ঢাকা মহাসড়কের গৌরনদী উপজেলার আশোকাঠী পেট্রোল পাম্প সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে ১০ মন জাটকা জব্দ ও জাটকা পরিবহনের দায়ে বাসের সুপারভাইজারদের ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।সোমবার রাতে উপজেলা প্রশাসন ও মৎস্য অফিসের যৌথ অভিযানে যাত্রিবাহী বাসে তল্লাশী চালিয়ে জাটকাগুলো জব্দ করা হয়। অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট মো. আবু আবদুল্লাহ খান। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা আবুল বাশার সহ মডেল থানা পুলিশের সদস্যরা। শেষে জব্দকৃত জাটকা বিভিন্ন এতিমখানা ও দুস্থদের মাঝে বিতরণ করা হয়।