প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে ভোলায় বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন
নিউজ ডেস্ক: ১৪ নভেম্বর মোঙ্গলবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে ভোলা জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে জনাব আরিফুজ্জামান, জেলা প্রশাসক, ভোলার সভাপতিত্বে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে দেশব্যাপী বিভিন্ন অবকাঠামো নির্মাণ ও সম্প্রসারণ প্রকল্প সহ আর্থসামাজিক বিভিন্ন উন্নয়ন মুলক কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, আব্দুল মমিন টুলু, জেলা পরিষদ চেয়ারম্যান, ভোলা, মোঃ মাহিদুজ্জামান বিপিএম, পুলিশ সুপার, ভোলা, ডাঃ কে এম শফিকুজ্জামান, সিভিল সার্জন, ভোলা,অতিরিক্ত জেলা প্রশাসকগণ, জেলা পুলিশের কর্মকর্তাগণ,বীর মুক্তিযোদ্ধাগণ, সরকারি-বেসরকারী কর্মকর্তাগণ, রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গসহ প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।