আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে চান? - বিস্তারিত
ঢাকা আজঃ বুধবার, ২৫শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ৮ই মে, ২০২৪ ইং, ২৮শে শাওয়াল, ১৪৪৫ হিজরী
সর্বশেষঃ

লালমোহনে ১২’ই নভেম্বর উপকূল দিবস ঘোষণার দাবিতে আলোচনা সভা

মোঃ ছাইফুল ইসলাম জিহাদ (লালমোহন) ভোলা: ১৯৭০ সালের ১২ নভেম্বর মহাপ্রলয়ংকারি ঘূর্ণিঝড়ে বাংলাদেশে একসাথে ১ লাখ মানুষের প্রাণহানি হয়। যেটা বিশ্বের অন্য কোন দেশের ইতিহাসে প্রাকৃতিক দুর্যোগে এত প্রাণহানির ঘটনা ঘটেনি। তাই এই দিনটিকে উপকুল দিবস এর রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতির দাবিতে ভোলার লালমোহন প্রেসক্লাবে আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
লালমোহন প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ রুহুল আমিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জসিম জনির সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন।
এসময় এমপি শাওন বলেন, উপকূলের সংকট সমস্যা সম্ভাবনা এবং উপকূলের মানুষের অধিকার ও ন্যায্যতার দাবি আদায়ে উপকূলের জন্য একটি বিশেষ দিন অপরিহার্য। এজন্য উপকূলবাসীর কাছে সবচেয়ে বেশি স্মরণীয় ১৯৭০ সালের ১২ নভেম্বর।
বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তনের ফলে বাংলাদেশের উপকূলের নতুন নতুন দুর্যোগ সৃষ্টি হচ্ছে। এগুলো সম্পর্কে মানুষকে সচেতন করে তুলতে ও একটি দিবসের প্রয়োজনীয়তা অনেক বেশি।
জাতিসংঘের বিশ্ব আবহাওয়া সংস্থা বিশ্বের পাঁচ ধরনের ভয়াবহ প্রাণঘাতি আবহাওয়া ঘটনার শীর্ষ তালিকায় বাংলাদেশের উপকূল অঞ্চলের ওপর দিয়ে বয়ে যাওয়া ৭০ এর ভয়াল ১২ নভেম্বরের ঘূর্ণিঝড়টিকে পৃথিবীর ইতিহাসে সবচেয়ে ভয়ঙ্কর প্রাণঘাতি ঘূর্ণিঝড় হিসেবে উল্লেখ করেছে।
এসময় আরো বক্তব্য রাখেন, লালমোহন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ গিয়াসউদ্দিন আহমেদ, ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমন, লালমোহন থানা অফিসার ইনচার্জ এস.এম মাহবুব আলম, পৌরসভা আওয়ামী লীগের আহবায়ক শফিকুল ইসলাম বাদল, লালমোহন প্রেসক্লাবের সহ-সভাপতি আমজাদ হোসেন, এনামুল হক রিংকু, যুগ্ম সাধারণ সম্পাদক শাহিন আলম-(মাকসুদ), সাবেক সভাপতি আব্দুস সাত্তার সহ স্থানীয় সকল সাংবাদিক বৃন্দ।

ফেসবুকে লাইক দিন