আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে চান? - বিস্তারিত
ঢাকা আজঃ রবিবার, ২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ, ৮ই সেপ্টেম্বর, ২০২৪ ইং, ৩রা রবিউল-আউয়াল, ১৪৪৬ হিজরী
সর্বশেষঃ

সরকারের উন্নয়ন বার্তা পৌঁছে দিতে এমপি শাওন এর শান্তি ও উন্নয়ন সমাবেশ

এম এ অন্তর হাওলাদারঃ ভোলা-৩ আসনের সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন বলেছেন, বঙ্গবন্ধুর বাংলাদেশ ও শেখ হাসিনার বাংলাদেশে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হলে আওয়ামীলীগ সরকারকে আবারো ক্ষমতায় অনতে হবে। বাংলাদেশের উন্নয়নে শেখ হাসিনার বিকল্প কেহ নেই। শেখ হাসিনার সরকারের আমলে শুধু শহর কেন্দ্রিক নয় গ্রাম, গঞ্জ ও চরাঞ্চলের উন্নয়ন এখন দৃশ্যমান। বর্তমান সরকারের আমলে মানুষের ভাগ্যের উন্নয়ন হয়েছে।
শনিবার সকালে বাংলাদেশ আওয়ামীলীগ লালমোহন ও তজুমদ্দিন উপজেলা শাখা ও সকল অঙ্গসহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত মঙ্গলসিকাদার বাজার ও লালমোহন থানা মোড়ে বিএনপি জামায়াতের নৈরাজ্যের প্রতিবাদে এবং আগামী নির্বাচনে নৌকার বিজয় সুনিশ্চিতের লক্ষ্যে শান্তি ও উন্নয়ন পৃথক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন এমপি শাওন।
তিনি আরো বলেন, শেখ হাসিনার উন্নয়ন আজকে অনেকে সহ্য করতে পারছে না এবং বিভিন্ন ষড়যন্ত্র করছে। কোনো ষড়যন্ত্র সফল করতে না পেরে তারা দেশের স্বার্থ না দেখে বিদেশী প্রভূদের কাছে বিভিন্ন ধরনা ধরছে। বিএনপি জামাত জোট মীর জাফরদের পেতাতœা। তাদের কোন ষড়যন্ত্র বাংলার মাটিতে বাস্তবায়ন করতে দেয়া হবে না। এই মীর জাফরদের প্রেতত্মারা ঘোলা পানিতে মাছ শিকার করতে চাচ্ছে। দেশের জনগনকে সাথে নিয়ে তা প্রতিহত করা হবে।
ধলীগৌর নগর ইউনিয়ন আওয়ামীলীগ (উত্তর) সভাপতি মাকসুদুর রহমান হাওলাদারের সভাপতিত্বে সমাবেশে উপস্থিত ছিলেন, লালমোহন উপজেলা পরিষদের চেয়ারম্যান গিয়াস উদ্দিন আহমেদ, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ফকরুল আলম হাওলাদার, তজুমদ্দিন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ফজলুল হক দেওয়ানসহ বিভিন্ন নেতাকর্মীবৃন্দ।

ফেসবুকে লাইক দিন