আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে চান? - বিস্তারিত
ঢাকা আজঃ রবিবার, ৩১শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ই সেপ্টেম্বর, ২০২৪ ইং, ১১ই রবিউল-আউয়াল, ১৪৪৬ হিজরী

দৌলতখানে আওয়ামী যুবলীগ’র ৫১ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

দৌলতখান প্রতিনিধি: ভোলার দৌলতখানে বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৫১তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে।
শনিবার (১১ নভেম্বর) বেলা ১১টায় উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ের সামনে আলোচনা সভা ও কেক কাটার মাধ্যমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন ভোলা-২( দৌলতখান – বোরহান উদ্দিন) আসনের সংসদ সদস্য আলহাজ্ব আলী আজম মুকুল।
প্রধান অতিথি তার বক্তবে বলেন,২০০১ সালের জাতীয় নির্বাচনের পর বিএনপি জামাত সন্ত্রাসীদের তাণ্ডবে দৌলতখান বোরহানউদ্দিন সন্ত্রাসের জনপদে পরিণত হয়েছিল।মানুষের জান ও মালের কোন নিরাপত্তা ছিল না। আওয়ামী লীগ নেতাকর্মীদের বসত করে আগুন দিয়ে নিঃস্ব করা হয়েছিল। লুট করা হয়েছিল গোয়ালের গরু, পুকুরের মাছ, জমির ফসল। পরবর্তীতে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর সেই সন্ত্রাসের জনপদ শান্তির জনপদে পরিণত হয়েছে।
তিনি বলেন,এখন আবার বিএনপি জামাত সন্ত্রাসীরা এই এলাকায় সন্ত্রাসের রাজত্ব কায়েমের অপচেষ্টা চালাচ্ছে। তিনি আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দের কাছে আহবান জানান, যেকোনো মূল্যে বিএনপি জামাতের সন্ত্রাসের অপচেষ্টা রুখে সমগ্র দেশে শান্তির ধারা অব্যাহত রাখতে হবে।
আওয়ামী যুবলীগের আহ্বায়ক জোবায়ের হোসেন জাবু এর সভাপতিত্বে এবং আশরাফুল আলম বিপ্লবের সঞ্চালনায় বক্তব্য রাখেন, দৌলতখান উপজেলা চেয়ারম্যান মোঃ মনজুর আলম খান,উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন জাহাঙ্গীর, পৌর মেয়র জাকির হোসেন তালুকদার, যুবলীগের যুগ্ন আহবায়ক মোঃ হাসান প্রমুখ।

ফেসবুকে লাইক দিন