বরিশালে বাসদের ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন
বরিশাল জেলা প্রতিনিধিঃ বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী ও রুশ বিপ্লবের ১০৬তম বার্ষিকী উপলক্ষে বাসদ বরিশাল জেলার উদ্যোগে মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। আজ ৭ নভেম্বর মঙ্গলবার সকাল ১১ টায় অশ্বিনী কুমার হল চত্বরে সমাবেশের শুরুতে বাসদের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে একটি মিছিল নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। মিছিল পরবর্তী সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বরিশাল জেলা শাখার সদস্য সচিব ডাঃ মনীষা চক্রবর্তী, সভা পরিচালনা করেন বাসদ বরিশাল জেলা শাখার সদস্য শহিদুল ইসলাম এবং বক্তব্য রাখেন বাসদ বরিশাল জেলা শাখার সদস্য ও সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট বরিশাল জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি দুলাল মল্লিক, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট বরিশাল জেলা শাখার সভাপতি বিজন সিকদার প্রমুখ।বক্তারা বলেন, বাসদ তার জন্মলগ্ন থেকে পুঁজিবাদ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে আপোষহীন ধারায় লড়াই করে ৪৩ বছর ধরে মুক্তিযুদ্ধের চেতনায় একটি শোষণমুক্ত রাষ্ট্র ও গণতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠার সংগ্রাম করে আসছে। শ্রমিক-কৃষক ও মেহনতী মানুষের রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য ১০৬ বছর আগে আজকের দিনে কমরেড লেনিনের নেতৃত্বে রাশিয়ায় সমাজতান্ত্রিক বিপ্লব সম্পন্ন হয়েছিল। সেই সমাজতন্ত্রের স্বপ্ন নিয়ে আমাদের মুক্তিযুদ্ধের মধ্যে দিয়ে অর্জিত সংবিধানের মূলনীতিতেও সমাজতন্ত্র অন্তর্ভুক্ত হয়েছিল। কিন্তু বর্তমান বাংলাদেশে সমাজতন্ত্র তো দূরের কথা, ন্যুনতম গণতান্ত্রিক ব্যবস্থাও প্রতিষ্ঠিত হয়নি। দ্রব্যমূল্যের উর্ধ্বগতিতে মানুষের জীবন ওষ্ঠাগত, কিন্তু সরকার বাজার নিয়ন্ত্রণে সম্পূর্ণ ব্যার্থ। একইসাথে বক্তারা এই অবস্থা বদলের মাধ্যমে শ্রমিক-কৃষক মেহনতী মানুষের রাষ্ট্র প্রতিষ্ঠার সংগ্রাম জোরদার করার জন্য জনগণের প্রতি আহবান জানান।