আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে চান? - বিস্তারিত
ঢাকা আজঃ শনিবার, ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৭শে জুলাই, ২০২৪ ইং, ২০শে মুহাররম, ১৪৪৬ হিজরী
সর্বশেষঃ

ভোলায় জাতীয় সংবিধান দিবস-২০২৩ পালন

ভোলা প্রতিনিধি: “বঙ্গবন্ধুর ভাবনা, সংবিধানের বর্ণনা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ০৪ নভেম্বর ভোলা জেলায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় সংবিধান দিবস-২০২৩ উদযাপিত হয়। দিবসটি উপলক্ষ্যে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আরিফুজ্জামান। সভাপতি মহোদয় তাঁর বক্তব্যে সংবিধান রচনার প্রেক্ষাপট, অনন্য বৈশিষ্ট্য, রাষ্ট্র পরিচালনার মূলনীতি সহজবোধ্যভাবে তুলে ধরেন। তিনি বলেন, সংবিধান রাষ্ট্রের সঙ্গে জনগণের মেলবন্ধন রচনা করে। রাষ্ট্রকে প্রজাতন্ত্র ঘোষণা দিয়ে এ সংবিধান রাষ্ট্রের উপর জনগণের মালিকানা নিশ্চিত করে। সংবিধানের দুষ্পরিবর্তনীয় বৈশিষ্ট্যের কথা উল্লেখ করে তিনি বলেন, সংবিধানের একটা কমাও পরিবর্তন করতে হলে সংসদের কমপক্ষে দুই-তৃতীয়াংশ সদস্যের সম্মতি প্রয়োজন হয়। তিনি উপস্থিত সবাইকে সংবিধানের পবিত্রতা রক্ষা ও আলোকে কাজ করার আহ্বান জানান। সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রিপন কুমার সাহা, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আলমগীর হোসেন, উপজেলা নির্বাহী অফিসার (সদর) জনাব তৌহিদুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) রিপন চন্দ্র সরকার, সহকারী কমিশনার (ভূমি) সহ জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটবৃন্দ, বিভিন্ন দপ্তরের প্রধানগণ, জেলা ও উপজেলা পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দসহ ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

ফেসবুকে লাইক দিন