আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে চান? - বিস্তারিত
ঢাকা আজঃ শুক্রবার, ১লা অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ই নভেম্বর, ২০২৪ ইং, ১১ই জমাদিউল-আউয়াল, ১৪৪৬ হিজরী
সর্বশেষঃ

গৌরনদীতে অবৈধ করাতকল বন্ধ

এ এস মামুন,গৌরনদী প্রতিনিধিঃ বরিশালের গৌরনদী উপজেলার টকরী বন্দরের একটি অবৈধ করাতকলে অভিযান চালিয়ে বন্ধ করে দিয়েছে প্রশাসন। উপজেলা প্রশাসন ও বন বিভাগের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার আবু আবদুল্লাহ খান।
শুক্রবার সকালে তথ্যের সত্যতা নিশ্চিত করে উপজেলা বন কর্মকর্তা আবু সুফিয়ান সাকিব বলেন, টরকী বন্দরের জাকির হোসেন ও মোবারক হোসেনের লাইসেন্স বিহীন যৌথ অবৈধ করাতকলে অভিযান চালিয়ে দশ হাজার টাকা জরিমানা সহ করাতকল বন্ধ করে দেয়া হয়েছে। এছাড়াও বার্থী এলাকার একটি করাত কলে অভিযান চালিয়ে দুই হাজার টাকা জরিমানা করা হয়েছে। অভিযানকালে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. রফিকুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আহসান হাবীব সহ স্থানীয়রা।

ফেসবুকে লাইক দিন