আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে চান? - বিস্তারিত
ঢাকা আজঃ বুধবার, ২৭শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ১১ই ডিসেম্বর, ২০২৪ ইং, ৭ই জমাদিউস-সানি, ১৪৪৬ হিজরী
সর্বশেষঃ

পুলিশ আমিরুল হত্যার মুল আসামী গলাচিপা গ্রেফতার

গলাচিপা প্রতিনিধিঃ গত ২৮ অক্টোবর বিএনপির মহা সমাবেশে ঢাকা জেলা পুলিশের কনস্টেবল আমিরুল হত্যার মুল আসামী আপন আহম্মেদকে (৪৫) গলাচিপার কলাগাছিয়া ইউনিয়ন থেকে গ্রেফতার করা হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায় সিসিটিভি ফুটেজ এর মাধ্যমে সনাক্ত করা আপন আহম্মেদ ঢাকা জেলা পুলিশের কনস্টেবল আমিরুল হত্যার মুল আসামী। তিনি ঢাকা কেরানীগঞ্জ থানার শান্তিনগর ব্রাহ্মণকীর্তা এলাকার মোঃ দ্বীন ইসলামের ছেলে। তিনি গলাচিপা উপজেলার কলাগাছিয়া ইউনিয়নে আশ্রয় নেয়। গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা জেলা পুলিশ ও গলাচিপা থানা পুলিশের যৌথ অভিযানে ২ তারিখ গভীর রাতে কলাগাছিয়া ইউনিয়নের বাজার এলাকা থেকে গ্রেফতার করে ঢাকায় নিয়ে যাওয়া হয়। তার বিরুদ্ধে নৈরাজ্য সৃষ্টি, নাশকতা,ও হত্যার দায়ে মামলা করেন ঢাকা জেলা পুলিশ।
ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার শাহাব উদ্দিন জুয়েল জানান, ঢাকা জেলা পুলিশ সুপারের কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ের আয়োজন করা হয়েছে। প্রেস ব্রিফিংয়ে মাধ্যম বিস্তারিত জানাবেন।

ফেসবুকে লাইক দিন