আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে চান? - বিস্তারিত
ঢাকা আজঃ শুক্রবার, ২০শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ৩রা মে, ২০২৪ ইং, ২৩শে শাওয়াল, ১৪৪৫ হিজরী
সর্বশেষঃ

ভোলায় জাতীয় যুব দিবস উপলক্ষে আলোচনা সভা ও র‍্যালি

নিউজ ডেস্ক: বুধবার ১ নভেম্বর,২০২৩”স্মার্ট যুব সমৃদ্ধ দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে ভোলা জেলায় জাতীয় যুব দিবস ২০২৩ উদযাপিত হয়। দিবসটি উপলক্ষ্যে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে র‍্যালি পরবর্তী আলোচনা সভা ও যুব ঋণের চেক বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক জনাব আরিফুজ্জামান, গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন জনাব আলহাজ্ব আব্দুল মমিন টুলু, চেয়ারম্যান, জেলা পরিষদ ভোলা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জনাব রিপন কুমার সাহা। এছাড়া উপস্থিত ছিলেন উপপরিচালক, যুব উন্নয়ন অধিদপ্তর, ভোলা জনাব মোঃ রোকন উদ্দিন ভূঞা, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীগণ, প্রশিক্ষণার্থীগণ, ঋণের চেক গ্রহণকারী আত্মকর্মীগণ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
বোরহানউদ্দিন প্রতিনিধি: ভোলার বোরহানউদ্দিনে উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের যৌথ আয়োজনে ১ নভেম্বর সকাল ১০টায় র‍্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদিক্ষণ করে, উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মিজানুর রহমানের সঞ্চালানয় ও বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা রায়হান উজ্জামান এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বোরহানউদ্দিন উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাজমুল হাসান, বোরহানউদ্দিন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রাসেল আহমদ মিয়া ও মহিলা ভাইস চেয়ারম্যান মাহফুজা ইয়াসমিন। এসময় প্রধান অতিথির বক্তব্যে বলেন, আমরা যদি প্রশিক্ষিত যুব সমাজ তৈরি করতে পারি, তাহলে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা আমরা গড়তে পারবো। আর যুবকদের প্রশিক্ষণ দিতে কাজ করে যাচ্ছে যুব উন্নয়ন অধিদপ্তর। এখান থেকে প্রশিক্ষণ ও ঋণ নিয়ে অনেক বেকার যুবক কর্মসংস্থানের মাধ্যমে তাদের জীবন মানের উন্নয়ন ঘটাতে সক্ষম হয়েছে। আমাদের যুব সমাজকে প্রশিক্ষণের মাধ্যমে সম্পদে রুপান্তর করতে পারলে বৃদ্ধি পাবে আমাদের জিডিপি। আলোচনা সভা শেষে ৪ জন যুবকের মাঝে ১ লাখ ৯০ হাজার টাকার ঋণের চেক ও বিভিন্ন ট্রেডে প্রশিক্ষিতদের মধ্যে সনদপত্র বিতরণ করেন অতিথিরা।
লালমোহন প্রতিনিধি: ভোলার লালমোহনে জাতীয় যুব দিবস-২০২৩ উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে উপজেলা প্রশাসনের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার অনামিকা নজরুলের সভাপতিত্বে , উপজেলা যুব উন্নয়ন অফিসার খলিলুর রহমান ইমনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য রাখেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন। এসময় এমপি শাওন বলেন, আওয়ামীলীগ সরকার ক্ষমতা আসলেই দেশের মানুষের জীবনমান উন্নত হয়। তরুণরাই দেশকে উন্নত অবস্থানে নিয়ে যেতে পারে । মাদক ও জঙ্গিবাদ যেন যুবসমাজকে বিপথগামী না করে সেদিকে নজর দেওয়া প্রয়োজন। তিনি আরও বলেন, বর্তমানে দেশের কিছু মানুষ সরকারে র উন্নয়ন কে বাঁধাগ্রস্ত করার লক্ষে, দেশে নৈরাজ্য সৃষ্টি করতে চায়। তাই যুবকদের সাথে নিয়ে বঙ্গবন্ধুর সোনার বাংলা দেশে সকল ধরনের অপশক্তি বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। এসময় আরও উপস্থিত ছিলেন, লালমোহন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আক্তারুজ্জামান মিলন, প্রকল্প অফিসার সোহাগ ঘোষ, মহিলা বিষয়ক অফিসার কানিজ মার্জিয়া, সামুদ্রিক মৎস্য কর্মকর্তা তানবীর আহমেদ প্রমূখ।

ফেসবুকে লাইক দিন