গৌরনদীতে শারদীয় দুর্গাপুজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
গৌরনদী প্রতিনিধিঃ বরিশালের গৌরনদী উপজেলা শারদীয় দুর্গাপুজা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমুলক সভা উপজেলা প্রশাসনের আয়োজনে গৌরনদী উপজেলা সভাকক্ষে ১৫অক্টোবর ২০২৩ রবিবার অনুষ্ঠিত হয়। উক্ত প্রস্তুতিমুলক সভায় প্রধান অতিথি ছিলেন পার্বত্য শান্তিচুক্তি বাস্তবায়ন ও পরিবেক্ষন কমিটির আহবায়ক (মন্ত্রী) আলহাজ্ব আবুল হাসানাত আবদুল্লাহ মাননীয় সংসদ সদস্য বরিশাল – ১। উক্ত সভায় গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু আবদুল্লাহ খান এর সভাপতিত্ব বিশেষ অতিথি ছিলেন বরিশাল আওয়ামীলীগ এর প্রভাবশালী সদস্য যুবরত্ন আশিক আবদুল্লাহ, গৌরনদী উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী, গৌরনদী পৌরসভার মেয়র মোঃ হারিছুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ নুরুজ্জামান ফরাদ হোসেন মুন্সী সহ উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ, জনপ্রতিনিধি ও গৌরনদী উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতা কর্মিবৃন্দ উপস্থিত ছিলেন।।