গৌরনদীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ১২
গৌরনদী প্রতিনিধিঃ ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী থানাধীন টরকি বাস স্ট্যান্ড পার্শ্ববর্তী বেজগাতী নামক স্থানে ১৪ ই অক্টোবর রোজ শনিবার সকাল আনুমানিক ১০:৫০ মিনিটের সময় ঢাকা থেকে ছেড়ে আসা আগৈলঝাড়া থানাধীন পয়সারহাট গামী গোল্ডেন লাইন পরিবহন টি বিপরীতমুখী পরিবহনের চাপ দিলে নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে একটি পুকুরে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই পরিবহনটির হেলপার মো. আল-আমিন নিহত হয় ও নারী যাত্রী ৮ জন ও শিশু যাত্রী ৪ জন গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা সেবা দেয়ার জন্য পাঠানো হয়। নিহত আল -আমিন পার্শ্ববর্তী আগৈলঝাড়া থানার পূর্ব সুজনকাঠী গ্রামের মোঃ ফরহাদ হাওলাদারের ছেলে। দুর্ঘটনার খবর পেয়ে গৌরনদী ফায়ার সার্ভিস, গৌরনদী হাইওয়ে থানা, গৌরনদী মডেল থানা ও আনসার ভিডিপির সদস্যরা উদ্ধার কাজ পরিচালনা করেন। গৌরনদী ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মোঃ বিপুল হোসেনের নেতৃত্বে পাঁচটি ইউনিট মিলে বিভিন্ন ধরনের যন্ত্রপাতি দিয়ে সাড়ে তিন ঘন্টার রুদ্রশ্বাস উদ্ধার কার্যক্রম পরিচালনা করেন। এ বিষয়ে কোনো দিন হারিয়ে থানার অফিসার ইনচার্জ মোঃ গোলাম রসুল ও গৌরনদী ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মোঃ বিপুল হোসেন বলেন দুর্ঘটনার খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে এসে আহতদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা সেবা দেয়ার জন্য প্রেরন করি এবং নিহতকে উদ্ধার করা হয়েছে, আইনগত প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। দুর্ঘটনা কবলিত স্থানটি পরিদর্শন করেন গৌরনদী উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ রফিকুল ইসলাম। তবে দুর্ঘটনায় উদ্ধার কাজে স্থানীয়দের ভূমিকা ও সহযোগিতা ছিল অপরিসীম।