আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে চান? - বিস্তারিত
ঢাকা আজঃ সোমবার, ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ, ২০শে মে, ২০২৪ ইং, ১১ই জিলক্বদ, ১৪৪৫ হিজরী
সর্বশেষঃ

দুর্গাপূজা উপলক্ষে বাকেরগঞ্জে বিশেষ আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত

বাকেরগঞ্জ প্রতিনিধিঃ আসন্ন শারদীয় দুর্গাপূজা উৎসব উপলক্ষে বাকেরগঞ্জে বিশেষ আইন-শৃঙ্খলা রক্ষায় এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার ১২ অক্টোবর) সকাল ১১টায় বাকেরগঞ্জ উপজেলা প্রশাসন আয়োজনে উপজেলা পরিষদের কনফারেন্স রুমে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।বাকেরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সজল চন্দ্রশিল এর সভাপতিত্বে এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাকেরগঞ্জ পৌর মেয়র জননেতা জনাব লোকমান হোসেন ডাকুয়া,বাকেরগঞ্জ উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোজাম্মেল হোসেন, বাকেরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক। অমল চন্দ্র দাস শিবু , বাকেরগঞ্জ উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান তাহমিনা বেগম মিনু, বাকেরগঞ্জ উপজেলা জাতীয় পার্টির যুগ্নু সাধারণ সম্পাদক বিপ্লব মিত্র, বাকেরগঞ্জ পৌরসভার ৩ নং ওয়ার্ডের কাউন্সিলর সুজন দেবনাথ, বাকেরগঞ্জ পৌরসভার ৭ নং ওয়ার্ডের কাউন্সিলর খান মোহাম্মদ সেলিম ও বাকেরগঞ্জ উপজেলার পূজা উদযাপন পরিষদের সভাপতি শংকর কুমার শীল সাধারণ সম্পাদক অমল চন্দ্র দাস শিবু স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ, উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, উপজেলার বিভিন্ন সামাজিক ব্যক্তিবর্গ প্রমুখ।এ সময় বাকেরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সজল চন্দ্রশীল জানান ,বাকেরগঞ্জ উপজেলায় ১৪টি ইউনিয়নের ও একটি পৌরসভায় ৭৪টি পূজা মণ্ডপের পূজা শেষ না হওয়া পর্যন্ত পুলিশের টহল ও নজরদারি থাকবে। কেউ বিশৃঙ্খলা করলে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে । এ সময় বাকেরগঞ্জের পৌর মেয়র লোকমান হোসেন ডাকুয়া বলেন, এদেশে সংখ্যালঘু বলতে কিছু নেই সবার সমান অধিকার। সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা শান্তি পূর্ণ পরিবেশে উদযাপন করতে তিনি সকলের সহযোগিতা কামনা করেন।

ফেসবুকে লাইক দিন